ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিখ্যাত জাদুঘর সমূহ ও অবস্থান তালিকা পিডিএফ ডাউনলোড | Famous Museums In India Bengali PDF


ভারতের-উল্লেখযোগ্য-জাদুঘর-সমূহ-তালিকা-পিডিএফ
ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ, তাদের অবস্থান ও প্রতিষ্ঠাকাল তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন জাদুঘর গুলি ভারতের কোন কোন শহরে অবস্থান করছে এবং সেগুলি কোন কোন সালে স্থাপিত হয়েছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ সম্পূর্ণ তালিকা


জাদুঘরের নাম

অবস্থান (স্থাপিত)

জয়গর ফর্ট মিউজিয়াম

জয়পুর (1726)

ইন্ডিয়ান মিউজিয়াম

কলকাতা (1814)

নাপিয়ার মিউজিয়াম

তিরুবন্তপুরম (1855)

এলবার্ট হল

জয়পুর (1887)

শ্রী প্রতাপ সিং মিউজিয়াম

শ্রীনগর (1889)

নেতাজি ভবন

কলকাতা (1909)

ভারত কলা ভবন

বারানসি (1920)

ভিক্টোরিয়া মেমোরিয়াল হল

কলকাতা (1921)

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহালয়

মুম্বাই (1922)

ন্যাশনাল মিউজিয়াম

নতুন দিল্লি (1949)

সালারজং মিউজিয়াম

হায়দ্রাবাদ (1951)

ডোগরা আর্ট মিউজিয়াম

জম্মু (1954)

ইন্ডিয়ান এয়ার ফোর্স মিউজিয়াম

নতুন দিল্লি (1954)

ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট

নতুন দিল্লি (1954)

আর্কিওলজিক্যাল মিউজিয়াম

নতুন দিল্লি (1955)

মনি ভবন গান্ধী মিউজিয়াম

মুম্বাই (1955)

ন্যাশনাল হান্ডিক্রাফটস এন্ড হ্যান্ডলুম মিউজিয়াম

নতুন দিল্লি (1956)

ক্যালিকো মিউজিয়াম অফ টেক্সটাইলস

গুজরাট (1959)

বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম

কলকাতা (1959)

মহারাজা ফতে সিং মিউজিয়াম

ভাদোদরা (1961)

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ন্যাশনাল গান্ধী মিউজিয়াম

নতুন দিল্লি (1961)

বিশ্বেসরাইয়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম

বেঙ্গালুরু (1962)

নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এন্ড লাইব্রেরী

নতুন দিল্লি (1964)

স্বরাজ ভবন (আনন্দ ভবন)

এলাহাবাদ (1970)

ন্যাশনাল রেল মিউজিয়াম

নতুন দিল্লি (1977)

আনোখি মিউজিয়াম অফ হ্যান্ড প্রিন্টিং

জয়পুর (1989)

সাইনস সিটি

কলকাতা (1997)

আইএনএস কুরুসূরা সাবমেরিন মিউজিয়াম

বিশাখাপত্তনম (2002)

কেরালা ফোকোর থিয়েটার এন্ড মিউজিয়াম

কোচি (2009)


ভারতের বিখ্যাত জাদুঘর সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ