ভারতের বৃহত্তম সম্পূর্ণ তালিকা [PDF] | Largest in India List Bengali PDF | Sopoth.in

ভারতের বৃহত্তম গুরুত্বপূর্ণ বিষয় সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - List of Largest in India PDF In Bengali


ভারতের বৃহত্তম সমস্ত বিষয়ে সম্পূর্ণ তালিকা পিডিএফ
ভারতের বৃহত্তম তালিকা পিডিএফ

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ বৃহত্তম সমস্ত বিষয়ের সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষা গুলিতে ভারতের বিভিন্ন বৃহত্তম বিষয় ও বস্তু সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বৃহত্তম বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, এই তালিকাতে ভারতের সেই সমস্ত প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট বৃহত্তম বিষয়গুলিকে সংযোজিত করা হয়েছে, যেগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় বহু বার এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা সবচেয়ে বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বৃহত্তম সমস্ত বিষয় এর সম্পূর্ণ তালিকা


বিষয়

বৃহত্তম এর নাম

বৃহত্তম ব্যারেজ

ফারাক্কা ব্যারেজ, গঙ্গা নদী

বৃহত্তম গুহা

অমরনাথ গুহা, জম্মু কাশ্মীর

বৃহত্তম বোটানিক্যাল গার্ডেন

রয়্যাল বোটানিক্যাল গার্ডেন, কলকাতা

বৃহত্তম -দ্বীপ

সুন্দরবন বদ্বীপ, 7500 বর্গ কিমি

বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

বৃহত্তম মরুভূমি

থর মরুভূমি, রাজস্থান

বৃহত্তম হ্রদ

উলার হ্রদ, কাশ্মীর

বৃহত্তম লাইব্রেরি

ন্যাশনাল লাইব্রেরী, কলকাতা

বৃহত্তম মসজিদ

জামা মসজিদ, দিল্লি

বৃহত্তম জাদুঘর

ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা

বৃহত্তম মালভূমি

দাক্ষিণাত্য মালভূমি

বৃহত্তম কারাগার

সেন্ট্রাল জেল, তিহার (দিল্লি)

বৃহত্তম উপজাতি

গোণ্ড (মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ছত্রিশগড়)

বৃহত্তম জনবহুল এলাকা

থানে, মহারাষ্ট্র (1 কটি 22 লক্ষ)

বৃহত্তম সুরঙ্গ পথ

জওহর টানেল, বানিহাল পাস, জম্মু কাশ্মীর

বৃহত্তম রাজ্য

রাজস্থান

বৃহত্তম নদী দ্বীপ

মাজুলী, ব্রহ্মপুত্র নদী, আসাম

বৃহত্তম মিষ্টি জলের হ্রদ

ডাল, কাশ্মীর

বৃহত্তম সুরঙ্গ

কঙ্কন রেলওয়ে খারবুদে সুরঙ্গ

ভারতের বৃহত্তম জেলা

গুজরাটের কচ্ছ

বৃহত্তম উপহ্রদ

চিলকা, উড়িষ্যা

বৃহত্তম প্লানেটরিয়াম

বিড়লা প্লানেটরিয়াম, কলকাতা

বৃহত্তম ল্যান্ডিং জাহাজ

INS Magar

বৃহত্তম ক্যান্টিলিভার সেতু

রবিন্দ্র সেতু (হাওড়া ব্রিজ), কলকাতা

বৃহত্তম হাসপাতাল

বি জে মেডিকেল হাসপাতাল, আমেদাবাদ

বৃহত্তম হৃদ-রোগ হাসপাতাল

এস্কর্ট হার্ট ইনস্টিটিউট, নিউ দিল্লি

বৃহত্তম গুরুদুয়ারা

অমৃতসর স্বর্ণ মন্দির, পাঞ্জাব

বৃহত্তম গম্বুজ

বিজাপুর গোল গম্বুজ, কর্ণাটক

বৃহত্তম গুহা মন্দির

মহারাষ্ট্রের ইলোরা মন্দির

বৃহত্তম সিনেমা থিয়েটার

থঙ্গম থিয়েটার, মাদুরাই, তামিলনাডু

বৃহত্তম অডিটোরিয়াম

শ্রী সম্মুখনন্দ হল, মুম্বাই

বৃহত্তম বসতবাড়ি

রাষ্ট্রপতি ভবন, নিউ দিল্লি

বৃহত্তম কংক্রিটের বাঁধ

নাগার্জুন সাগর বাঁধ, কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ

বৃহত্তম প্রদর্শনী ময়দান

দিল্লির প্রগতি ময়দান, নিউ দিল্লি

বৃহত্তম মুক্ত বিদ্যালয়

ইন্দিরা গান্ধি জাতীয় মুক্ত বিদ্যালয়, নিউ দিল্লি

বৃহত্তম জিপিও

মুম্বাই জিপিও


🎯 আগামী পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ👇


ভারতের বৃহত্তম এর গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ