ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরদের সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড| Governors List Of Reserve Bank Of India PDF In Bengali
![]() |
রিজার্ভ ব্যাংকের গভর্নর তালিকা |
ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সম্পূর্ণ তালিকা
গভর্নর |
সময়কাল |
স্যার অসবর্ন স্মিথ (প্রথম) |
1935-1937 |
জেমস ব্রেইড টেলার |
1937-1943 |
স্যার সি ডি দেশমুখ (প্রথম ভারতীয়) |
1943-1949 |
বেনেগাল রামা রাও |
1949-1957 |
কে জি আম্বেগোয়ানকার |
1957-1957 |
এইচ ভি আর আয়েঙ্কার |
1957-1962 |
পি সি ভট্টাচার্য |
1962-1967 |
এল কে ঝা |
1967-1970 |
বি এন আদরকর |
1970-1970 |
এস জগন্নাথ |
1970-1975 |
এন সি সেনগুপ্ত |
1975-1975 |
কে আর পুরি |
1975-1977 |
এম নরসিংহম |
1977-1977 |
ডঃ আই জি প্যটেল |
1977-1982 |
ডঃ মনমোহন সিং |
1982-1985 |
এ ঘোষ |
1985-1985 |
আর এন মালহোত্রা |
1985-1990 |
এস ভেঙ্কটরমন |
1990-1992 |
ডঃ সি রঙ্গরাজন |
1992-1997 |
ডঃ বিমল জালাল |
1997-2003 |
ডঃ ওয়াই ভেনুগোপাল রেড্ডি |
2003-2008 |
ডঃ ডুব্বুরি সুব্বারাও |
2008-2013 |
রঘুরাম রাজন |
2013-2016 |
উর্জিত প্যাটেল |
2016-2018 |
শশীকান্ত দাস |
2018-বর্তমান |
ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?
ভারতীয় রিজার্ভ ব্যাংক ও RBI গভর্নর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য
- ভারতের সমস্ত সরকারি, সরকার অধিকৃত ও বেসরকারি ব্যাংককে রিজার্ভ ব্যাংকের ঘোষিত শর্ত বাধ্যতামূলকভাবে মেনে চলতেই হবে।
- রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবর্ণ স্মিথ।
- রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন স্যার সি ডি দেশমুখ।
- রিজার্ভ ব্যাংকের চারটি কার্যালয় রয়েছে, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও দিল্লিতে। প্রধান কার্যালয়টি হল মুম্বাই।
- রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক ঋণ দান করে।
- বিদেশি মুদ্রার বিনিময় হার (Foreign Exchange Rate) রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে।
- রিজার্ভ ব্যাংক ভারতের অর্থ সংক্রান্ত সমস্ত নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে।
ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর তালিকা PDF Download করে নাও - Reserve Bank Of India Governor's List PDF Download
FAQs
1. ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?
অর্থমন্ত্রীর সুপারিশে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা নিযুক্ত হন।
2. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
অসবর্ণ স্মিথ।
3. রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
সি ডি দেশমুখ।
4. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
মুম্বাই।
5. ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
1935 সাল।
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!