ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরদের তালিকা [PDF]| Reserve Bank Of India Governors List PDF| Sopoth.in

ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরদের সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড| Governors List Of Reserve Bank Of India PDF In Bengali


রিজার্ভ-ব্যাংকের-গভর্নর-তালিকা-পিডিএফ
রিজার্ভ ব্যাংকের গভর্নর তালিকা

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরদের তালিকা পিডিএফ শেয়ার করবো।

রিজার্ভ ব্যাঙ্ক হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক, সমস্ত ব্যাংকের পরিচালক এবং ভারতের সমস্ত রকম অর্থনৈতিক নীতির নির্ধারক ও ব্যবস্থাপক।

"হিল্টন ইয়ং কমিশন" এর সুপারিশে 1934 সালের অ্যাক্ট অনুযায়ী 1935 সালের 1লা এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্থাপিত হয়।

প্রাথমিকভাবে রিজার্ভ ব্যাংক একটি প্রাইভেট বা বেসরকারি ব্যাংক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এরপর 1949 সালের 1লা জানুয়ারি এর জাতীয়করণ করা হয়। এটির বর্তমান হেডকোয়ার্টার মুম্বাই শহরে অবস্থিত।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় (Prime Minister's Office) দ্বারা নিযুক্ত হন।

বিভিন্ন সময়ে নিযুক্ত হওয়া রিজার্ভ ব্যাংকের এই গভর্নরদের সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নরদের এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও:-

ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সম্পূর্ণ তালিকা


গভর্নর

সময়কাল

স্যার অসবর্ন স্মিথ (প্রথম)

1935-1937

জেমস ব্রেইড টেলার

1937-1943

স্যার সি ডি দেশমুখ (প্রথম ভারতীয়)

1943-1949

বেনেগাল রামা রাও

1949-1957

কে জি আম্বেগোয়ানকার

1957-1957

এইচ ভি আর আয়েঙ্কার

1957-1962

পি সি ভট্টাচার্য

1962-1967

এল কে ঝা

1967-1970

বি এন আদরকর

1970-1970

এস জগন্নাথ

1970-1975

এন সি সেনগুপ্ত

1975-1975

কে আর পুরি

1975-1977

এম নরসিংহম

1977-1977

ডঃ আই জি প্যটেল

1977-1982

ডঃ মনমোহন সিং

1982-1985

ঘোষ

1985-1985

আর এন মালহোত্রা

1985-1990

এস ভেঙ্কটরমন

1990-1992

ডঃ সি রঙ্গরাজন

1992-1997

ডঃ বিমল জালাল

1997-2003

ডঃ ওয়াই ভেনুগোপাল রেড্ডি

2003-2008

ডঃ ডুব্বুরি সুব্বারাও

2008-2013

রঘুরাম রাজন

2013-2016

উর্জিত প্যাটেল

2016-2018

শশীকান্ত দাস

2018-বর্তমান


ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?


▶️ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সুপারিশে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় (Prime Minister's Office) দ্বারা নিযুক্ত হন।

ভারতীয় রিজার্ভ ব্যাংক ও RBI গভর্নর সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

  • ভারতের সমস্ত সরকারি, সরকার অধিকৃত ও বেসরকারি ব্যাংককে রিজার্ভ ব্যাংকের ঘোষিত শর্ত বাধ্যতামূলকভাবে মেনে চলতেই হবে।
  • রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবর্ণ স্মিথ।
  • রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন স্যার সি ডি দেশমুখ।
  • রিজার্ভ ব্যাংকের চারটি কার্যালয় রয়েছে, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও দিল্লিতে। প্রধান কার্যালয়টি হল মুম্বাই।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে রিজার্ভ ব্যাংক ঋণ দান করে।
  • বিদেশি মুদ্রার বিনিময় হার (Foreign Exchange Rate) রিজার্ভ ব্যাংক নিয়ন্ত্রণ করে।
  • রিজার্ভ ব্যাংক ভারতের অর্থ সংক্রান্ত সমস্ত নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে।

ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর তালিকা PDF Download করে নাও - Reserve Bank Of India Governor's List PDF Download


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇

FAQs


1. ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন?
অর্থমন্ত্রীর সুপারিশে কেন্দ্রীয় সরকার অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় দ্বারা নিযুক্ত হন।


2. ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন?
অসবর্ণ স্মিথ।


3. রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
সি ডি দেশমুখ।


4. রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

মুম্বাই।


5. ভারতীয় রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?

1935 সাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ