সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ও তাদের বেতন তালিকা পিডিএফ ডাউনলোড | Important Constitutional Officers And Their Salaries List PDF In Bengali
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ও তাদের বেতন তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিভিন্ন পদে যারা নিযুক্ত হন, তাদের কে কত টাকা করে মাইনে বা বেতন পান সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ সাংবিধানিক ব্যক্তি ও তাদের বেতন সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ও তাদের বেতন সম্পূর্ণ তালিকা
পদাধিকারী ব্যক্তি |
বেতন (মাসিক) |
ভারতের রাষ্ট্রপতি |
500000 টাকা |
ভারতের উপরাষ্ট্রপতি |
400000 টাকা |
ভারতের প্রধানমন্ত্রী |
160000 টাকা |
রাজ্যের রাজ্যপাল |
350000 টাকা |
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি |
280000 টাকা |
সুপ্রিমকোর্টের যেকোনো বিচারপতি |
250000 টাকা |
ভারতের প্রধান নির্বাচন কমিশনার |
250000 টাকা |
কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া |
250000 টাকা |
চেয়ারম্যান অফ UPSC |
250000 টাকা |
ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া |
250000 টাকা |
লেফটেন্যান্ট জেনারেল অফ ইন্ডিয়া (কেন্দ্রশাসিত অঞ্চল) |
110000 টাকা |
ভারতের সেনাবাহিনীর প্রধান (স্থলবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী) |
250000 টাকা |
হাইকোর্টের প্রধান বিচারপতি |
250000 টাকা |
হাইকোর্টের যেকোন বিচারপতি |
225000 টাকা |
যেকোনো সাংসদ (M.P) |
100000 টাকা |
সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ও তাদের বেতন তালিকা PDF Download করে নাও - Important Constitutional Officers And Their Salaries List PDF Download
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!