ভারতের দীর্ঘতম গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - List of Longest in India PDF In Bengali
![]() |
ভারতের দীর্ঘতম তালিকা PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏 |
ভারতের দীর্ঘতম সমস্ত বিষয় এর সম্পূর্ণ তালিকা
বিষয় |
দীর্ঘতম এর নাম |
দীর্ঘতম নদী সেতু |
আসামে লোহিত নদীর উপর অবস্থিত ভূপেন হাজারিকা সেতু, 9150 মিটার লম্বা |
দীর্ঘতম সড়ক টানেল |
চিনানি-নাসরি টানেল, জম্মু ও কাশ্মীর (9.2 কিমি) |
দীর্ঘতম রেল টানেল |
পিরপাঞ্জাল রেলওয়ে টানেল, জম্মু ও কাশ্মীর, 11215 মিটার |
দীর্ঘতম সমুদ্র সেতু |
আন্না ইন্দিরা গান্ধী সেতু, তামিলনাড়ু, 2.83 কিমি |
দীর্ঘতম ঝুলন্ত সেতু |
বিদ্যাসাগর সেতু, কলকাতা |
দীর্ঘতম খাল |
ইন্দিরা ক্যানাল, রাজস্থান, 989 কিমি |
দীর্ঘতম বাঁধ |
হিরাকুদ বাঁধ, মহানদী নদী, উড়িষ্যা |
দীর্ঘতম সমুদ্রতট |
মেরিন বিচ, চেন্নাই |
দীর্ঘতম হিমবাহ |
সিয়াচেন হিমবাহ, 75.6 কিমি |
দীর্ঘতম রেলওয়ে ব্রিজ |
ভেম্বানাদ রেলওয়ে ব্রিজ, কেরালা, 4620 মিটার |
দীর্ঘতম যাত্রীবাহী রেল পথ |
কন্যাকুমারী রেলপথ, 3730 কিমি |
দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম |
হুব্বালি জংশন প্ল্যাটফর্ম, কর্ণাটক, 1505 মিটার |
দীর্ঘতম নদী |
গঙ্গা,
2649 কিমি |
দীর্ঘতম সড়ক পথ |
গ্র্যান্ড ট্রাঙ্ক রোড |
ফেসবুক গ্রুপে যুক্ত হও |
|
দীর্ঘতম বারান্দা |
রামেশ্বরমের রামনাথস্বামী মন্দিরের বারান্দা, 1220 মিটার |
দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি |
ডঃ রাজেন্দ্র প্রসাদ |
দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী |
জওহরলাল নেহেরু |
দীর্ঘমেয়াদী উপরাষ্ট্রপতি |
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ |
প্রথম 👉 | |
দ্বিতীয় 👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!