ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য ও শহরের পরিবর্তিত নাম [PDF] | Sopoth.in

ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য ও শহরের পরিবর্তিত নাম পিডিএফ ডাউনলোড | Changed Name Of Different City And States Of India


ভারতের-বিখ্যাত-শহর-ও-রাজ্যের-পরিবর্তিত-নাম-pdf
ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিখ্যাত যেসব শহর ও রাজ্যগুলির নাম বিভিন্ন সময়ে পরিবর্তন করা হয়েছে, সেগুলির নাম পূর্বে কি ছিল, বর্তমানে কি রয়েছে এবং কোন বছর পরিবর্তন করা হয়েছে সে সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম সম্পূর্ণ তালিকা


▶️নিচে তালিকায় নমুনা হিসেবে শুধুমাত্র পূর্বের নাম ও বর্তমান নাম দেওয়া হল, নাম পরিবর্তনের সাল এবং কোন রাজ্যের অন্তর্গত, তা সম্বলিত সম্পূর্ণ তালিকা পিডিএফ এ দেওয়া হয়েছে:


পূর্ব নাম

বর্তমান নাম

ক্যালকাটা

কলকাতা

ম্যাঙ্গালোর

ম্যাঙ্গালুরু

ব্যাঙ্গালোর

বেঙ্গালুরু

বেলগাম

বেলগাভি

হুবলি

হুব্বালি

গুলবর্গা

কালাবুগারী

বিজাপুর

ভিজাপুর

তুমকুর

তুমাকারু

মাইসোর

মাইসুরু

বেল্লারি

বাল্লারি

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জব্বলপুর

জবলপুর

বেনারস

বারানসি

কাওনপুর

কানপুর

এলাহাবাদ

প্রয়াগরাজ

ফৈজাবাদ

অযোধ্যা

মেওয়াট

নাহ

গুরগাঁও

গুরুগ্রাম

তাঞ্জোর

থাঞ্জাভুর

ত্রিচিনপল্লি

তিরুচিরাপল্লী

মাদ্রাজ

চেন্নাই

কালিকট

কোঝিকোড

আলেপ্পি

আলাপ্পুজা

ত্রিবান্দ্রম

তিরুবন্তপুরম

কোচিন

কোচি

ত্রিচুর

ত্রিশূর

পুনা

পুনে

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

বোম্বে

মুম্বাই

সিমলা

শিমলা

নিউ রাইপুর

অটলনগর

ওয়ালটেয়ার

বিশাখাপত্তনম

বড়দা

ভাদোদরা

গৌহাটি

গুয়াহাটি

পন্ডিচেরি

পুদুচেরি

পাঞ্জিম

পানাজি


ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ