ভারতের গুরুত্বপূর্ণ রাজ্য ও শহরের পরিবর্তিত নাম পিডিএফ ডাউনলোড | Changed Name Of Different City And States Of India
ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের বিখ্যাত শহর ও রাজ্যের পরিবর্তিত নাম সম্পূর্ণ তালিকা
▶️নিচে তালিকায় নমুনা হিসেবে শুধুমাত্র পূর্বের নাম ও বর্তমান নাম দেওয়া হল, নাম পরিবর্তনের সাল এবং কোন রাজ্যের অন্তর্গত, তা সম্বলিত সম্পূর্ণ তালিকা পিডিএফ এ দেওয়া হয়েছে:
পূর্ব নাম |
বর্তমান নাম |
ক্যালকাটা |
কলকাতা |
ম্যাঙ্গালোর |
ম্যাঙ্গালুরু |
ব্যাঙ্গালোর |
বেঙ্গালুরু |
বেলগাম |
বেলগাভি |
হুবলি |
হুব্বালি |
গুলবর্গা |
কালাবুগারী |
বিজাপুর |
ভিজাপুর |
তুমকুর |
তুমাকারু |
মাইসোর |
মাইসুরু |
বেল্লারি |
বাল্লারি |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
জব্বলপুর |
জবলপুর |
বেনারস |
বারানসি |
কাওনপুর |
কানপুর |
এলাহাবাদ |
প্রয়াগরাজ |
ফৈজাবাদ |
অযোধ্যা |
মেওয়াট |
নাহ |
গুরগাঁও |
গুরুগ্রাম |
তাঞ্জোর |
থাঞ্জাভুর |
ত্রিচিনপল্লি |
তিরুচিরাপল্লী |
মাদ্রাজ |
চেন্নাই |
কালিকট |
কোঝিকোড |
আলেপ্পি |
আলাপ্পুজা |
ত্রিবান্দ্রম |
তিরুবন্তপুরম |
কোচিন |
কোচি |
ত্রিচুর |
ত্রিশূর |
পুনা |
পুনে |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
বোম্বে |
মুম্বাই |
সিমলা |
শিমলা |
নিউ রাইপুর |
অটলনগর |
ওয়ালটেয়ার |
বিশাখাপত্তনম |
বড়দা |
ভাদোদরা |
গৌহাটি |
গুয়াহাটি |
পন্ডিচেরি |
পুদুচেরি |
পাঞ্জিম |
পানাজি |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!