পৃথিবীর বৃহত্তম মরুভূমি সমূহ তালিকা [PDF] | Sopoth.in

পৃথিবীর বৃহত্তম মরুভূমি সমূহ তালিকা পিডিএফ | Largest Deserts Of The World Bengali PDF


বিশ্বের-বৃহত্তম-মরুভূমি-সমূহ-pdf
বিশ্বের বৃহত্তম মরুভূমি সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের বৃহত্তম বিভিন্ন গুরুত্বপূর্ণ মরুভূমি সমূহের নাম, অবস্থান, আয়তন ইত্যাদি সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বৃহত্তম মরুভূমি সমূহের তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিশ্বের বৃহত্তম মরুভূমি সমূহ সম্পূর্ণ তালিকা


মরুভূমি

দেশ/ মহাদেশ

আয়তন (বর্গ কিমি)

সাহারা মরুভূমি

উত্তর আফ্রিকা

9064650

আরবীয় মরুভূমি

মধ্য পূর্ব এশিয়া

2589900

গোবি মরুভূমি

চীন/ মঙ্গোলিয়া

1294950

গ্রেট ভিক্টোরিয়া

অস্ট্রেলিয়া

647475

চিহুয়াহুয়ান

মেক্সিকো

647500

কালাহারি মরুভূমি

দক্ষিণ আফ্রিকা

582727

থর মরুভূমি

ভারত/ পাকিস্তান

446000

গিবসন

অস্ট্রেলিয়া

310788

প্যান্টাগনিয়া

আর্জেন্টিনা

673374

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

 

আটাকামা মরুভূমি

চিলি-পেরু সীমান্ত

363000

সিম্পসন/ স্টনি

উত্তর আফ্রিকা

145034

গ্রেট স্যান্ডি

অস্ট্রেলিয়া

388485

কলোরাডো

ক্যালিফোর্নিয়া

5000

কিজুলকুম

পশ্চিম এশিয়া

297838

ইরানীয় মরুভূমি

ইরান

258990

মোহেব

দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র

139854

সোনোরান

দক্ষিণ-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র

310788

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

 

তাকলামাকান

চীন

271939


পৃথিবীর বৃহত্তম মরুভূমি সমূহের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ