ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী তালিকা পিডিএফ | Famous Indian City In River Bank Bengali PDF
ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন শহর গুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছে, তার সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী সম্পূর্ণ তালিকা
শহর |
নদী |
কলকাতা |
হুগলি |
বদ্রিনাথ |
গঙ্গা |
হরিদ্বার |
গঙ্গা |
বারানসি |
গঙ্গা |
কানপুর |
গঙ্গা |
ভাগলপুর |
গঙ্গা |
পাটনা |
গঙ্গা |
এলাহাবাদ |
গঙ্গা-যমুনা সংযোগস্থল |
গুয়াহাটি |
ব্রহ্মপুত্র |
ডিব্রুগড় |
ব্রহ্মপুত্র |
আগ্রা |
যমুনা |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
দিল্লি |
যমুনা |
শ্রীনগর |
ঝিলাম |
লুধিয়ানা |
শতদ্রু |
লখনৌ |
গোমতী |
অযোধ্যা |
সরযূ |
আমেদাবাদ |
সবরমতী |
সুরাট |
তাপ্তি |
সম্বলপুর |
মহানদী |
কটক |
মহানদী |
হায়দ্রাবাদ |
মুসি |
বিজয়ওয়াড়া |
কৃষ্ণা |
জব্বলপুর |
নর্মদা |
নাসিক |
গোদাবরী |
জামশেদপুর |
সুবর্ণরেখা |
কোটা |
চম্বল |
তিরুচিরাপল্লী |
কাবেরী |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
ভারতের বিখ্যাত শহর ও সংলগ্ন নদী গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!