বিভিন্ন দেশের জাতীয় পাখি তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন দেশের জাতীয় পাখি গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - National Birds Of Different Countries List PDF In Bengali


বিভিন্ন-দেশের-জাতীয়-পাখি-তালিকা-pdf
বিভিন্ন দেশের জাতীয় পাখি PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন দেশের জাতীয় পাখির গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেই বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশ কোন কোন পাখি গুলিকে দেশের জাতীয় পাখি হিসেবে স্বীকৃতি দিয়েছে, সেগুলির সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পাখি তালিকা সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা অত্যন্ত বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন দেশের জাতীয় পাখি সম্পূর্ণ তালিকা

দেশ

জাতীয় পাখি

ভারত

ময়ূর

বাংলাদেশ

দোয়েল

পাকিস্তান

তিতির পাখি

শ্রীলংকা

সিংহল বনমোরগ

নেপাল

হিমালয়ের মুনাল

থাইল্যান্ড

সিয়ামিক ফায়ারব্যাক ফেজান্ড

সিঙ্গাপুর

ক্রিমসন সানবার্ড

ইন্দোনেশিয়া

জাভার বাজপাখি

জাপান

কিজি

ইরাক

কিউবা, চুকার

কোরিয়া

ব্ল্যাক-বিল্ড ম্যাগপাই

মেক্সিকো

ক্রেস্টেড ক্যারাক্যারা

কানাডা

কমন লুন

আমেরিকা

বাল্ড ঈগল

জার্মানি

হোয়াইট স্টর্ক

ফ্রান্স

ককারেল

ইতালি

ইটালিয়ান স্প্যারো

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

অস্ট্রিয়া

বার্ন সোআলো

ডেনমার্ক

মিউট সোয়ান বা বোবো রাজহাঁস

ইংল্যান্ড

ইউরোপিয়ান রুবিন

হাঙ্গেরি

গ্রেট বাস্টার্ড

বেলজিয়াম

কেষ্ট্রেল বা ছোট বাজপাখি

আইসল্যান্ড

জিরফ্যালকন

নরওয়ে

ডিপার (মাছরাঙ্গা)

ফিনল্যান্ড

হুপার সোয়ান

ব্রাজিল

গোল্ডেন প্যারাকিট

প্যারাগুয়ে

বেয়ার থ্রোটেড বেলবার্ড

চিলি

আন্ডিয়ান কন্ডর

কলম্বিয়া

আন্ডিয়ান কন্ডর

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

ভেনিজুয়েলা

ট্রপিয়াল

দক্ষিণ আফ্রিকা

নীল সারস

অস্ট্রেলিয়া

এমু

নিউজিল্যান্ড

কিউই

কলোরাডো

লার্ক বান্টিং

কিউবা

কিউবার ট্রবণ

কোস্টারিকা

ক্লে কালার্ড

ত্রিনিদাদ

স্টারলেট ইবিস

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

নিউইয়র্ক

ইস্টার্ন ব্লু বার্ড


বিভিন্ন দেশের জাতীয় পাখি গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ