বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান/ পুরস্কার গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Highest Honour Of Different Countries Bengali PDF
বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশ গুলি তাদের দেশের সর্বোচ্চ সম্মান হিসেবে কি বা কোন পুরস্কার দিয়ে থাকে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান সম্পূর্ণ তালিকা
দেশ |
সর্বোচ্চ সম্মান |
ভারত |
ভারতরত্ন |
পাকিস্তান |
নিশান-ই-পাকিস্তান |
ভিয়েতনাম |
দ্য অর্ডার অফ দ্য গোল্ডেন স্টার |
কুয়েত |
মোবারক আল কোবির মেডেল |
সৌদি আরব |
শাহ আব্দুল আজিজ মেডেল |
আমেরিকা |
প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম |
ব্রিটেন |
মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, ভিক্টোরিয়া ক্রস |
জাপান |
অর্ডার অফ মেলিভেনিস সান |
জার্মানি |
পোর লি মেরিট আয়রনক্রস |
ফ্রান্স |
লেজেন্ড অফ অনার |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
আর্জেন্টিনা |
দ্য অর্ডার অফ সোনা মার্টিন |
ডেনমার্ক |
অর্ডার অফ ডায়না ব্রজ |
নেদারল্যান্ড |
নেদারল্যান্ড লায়ন |
হাঙ্গেরি |
দ্য অর্ডার অফ ব্যানার |
নিকারাগুয়া |
অসুস্তো সিরাজ সানডিনো অর্ডার |
বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!