বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম তালিকা [PDF] | Sopoth.in

বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম তালিকা পিডিএফ ডাউনলোড - Pseudonym Of Famous Writers And Poets PDF In Bengali


বিখ্যাত-লেখক-কবিদের-ছদ্মনাম-pdf
বিখ্যাত লেখক, কবিদের ছদ্মনাম PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিখ্যাত বিভিন্ন লেখক ও কবিরা যেসব নামগুলি ছদ্মনাম হিসেবে ব্যবহার করেছেন, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম সম্পর্কে তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম সম্পূর্ণ তালিকা


লেখক/ কবি

ছদ্মনাম

রবীন্দ্রনাথ ঠাকুর

ভানুসিংহ, দিকশুন্য ভট্টাচার্য, আন্নাকালী পাকড়াশী, অপ্রকটচন্দ্র ভাস্কর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

কমলাকান্ত, দর্পনারায়ন পতিতুন্ড

মধুসূদন দত্ত

তিমোথি পেন পয়েম

বলাইচাঁদ মুখোপাধ্যায়

বনফুল

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অনিলা দেবী

বিদ্যাসাগর

কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য

সত্যেন্দ্রনাথ দত্ত

নবকুমার কবিরত্ন

শরৎচন্দ্র পণ্ডিত

দাদা ঠাকুর

কালীপ্রসন্ন সিংহ

হুতুম পেঁচা, শ্রীযুক্ত মুকুলচাঁদ শর্মা

মধুসূদন মজুমদার

দৃষ্টিহীন

বিমল ঘোষ

মৌমাছি

বিমল কর

অভিনন্দ

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

. . .

ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়

ষড়ানন

রমাপদ চৌধুরী

পত্রনবিশ

সুভাষচন্দ্র বসু

মোহঃ জিয়াউদ্দিন

অন্নদাশঙ্কর রায়

লীলাময় রায়

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

রসিমোল্লা

হরিপদ ঘোষ

নচিকেতা ঘোষ

সমরেশ বসু

কালকূট, ভ্রমর

বিনয় ঘোষ

কাল পেঁচা

অমিতাভ চৌধুরী

নিরপেক্ষ, চাণক্য

অশোক গুপ্ত

বিক্রমাদিত্য

রবীন্দ্রনাথ মৈত্র

দিবাকর শর্মা

শঙ্খ ঘোষ

কুম্ভক

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

মোহিতলাল মজুমদার

সত্যসুন্দর দাস

সুনীল গঙ্গোপাধ্যায়

নীললোহিত

ললিত মুখোপাধ্যায়

বিজ্ঞান ভিক্ষু

রাজ শেখর বসু

পরশুরাম

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

হাবু শর্মা

মহাশ্বেতা দেবী

সুমিত্রা দেবী

অবনীন্দ্রনাথ ঠাকুর

রসুন আলী

দীনবন্ধু মিত্র

সি এফ এন্ড্রু

প্রবোধ চন্দ্র বসু

প্রবুদ্ধ

অজয় বসু

সব্যসাচী

কাজী নজরুল ইসলাম

ব্যাঙ্গাচি

প্যারীচাঁদ মিত্র

টেকচাঁদ ঠাকুর

প্রাণতোষ ঘটক

উদয় ভানু

প্রমথ চৌধুরী

বীরবল

সুজিত নাগ

দিলদার

নারায়ণ সান্যাল

বিকর্ণ

তরুণ রায়

ধনঞ্জয় বৈরাগী

বীরেন ঘোষ

শঙ্কু মহারাজ

চিত্ত ঘোষাল

চিরঞ্জিত

অমৃতলাল বসু

ভাড়ুদত্ত

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

রাসবিহারী বসু

পি এন ঠাকুর

সত্যেন্দ্রনাথ দত্ত

কলম গির

শক্তি চট্টোপাধ্যায়

রূপচাঁদ পক্ষী

শঙ্কর চট্টোপাধ্যায়

জনমেজয়

সুবোধ ঘোষ

সুপান্থ

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র

বিরুপাক্ষ

নারায়ণ গঙ্গোপাধ্যায়

সুনন্দ

ভবানী মজুমদার

অভয়ংকর

নিখিল সরকার

শ্রীপান্থ

তারাপদ রায়

গ্রন্থকীট, নক্ষত্ররায়

চারুচন্দ্র ভট্টাচার্য

সূত্রধর

প্রেমেন্দ্র মিত্র

কৃত্তিবাস ভদ্র

অশোক গুপ্ত

বিক্রমাদিত্য

মহেন্দ্রনাথ গুপ্ত

শ্রীম

দীপ্তেন্দ্রনাথ সান্যাল

নীলকন্ঠ

অখিল নিয়োগী

স্বপনবুড়ো

সচিদানন্দ সরকার

নিগূঢ়ানন্দ

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়

চন্দ্রহাস

পূর্ণেন্দু পত্রী

সমুদ্র গুপ্ত

বিনয় মুখোপাধ্যায়

যাযাবর

কালিকানন্দ মুখোপাধ্যায়

অবধূত

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

সুধীন্দ্রনাথ রাহা

সব্যসাচী

সৈয়দ মুজতবা আলী

সত্যপীর, ওমর খৈয়াম

প্রমথনাথ বিশী

প্র. না. বী.

কালিদাস রায়

বেতালভট্ট

সতীনাথ ভাদুড়ী

চিত্রগুপ্ত

বি আর আম্বেদকর

চিত্রভানু

মণিশংকর মুখোপাধ্যায়

শংকর

ভবানী সেনগুপ্ত

চানক্য সেন

মনীশ ঘটক

যুবনাশ্ব

গিরিশ ঘোষ

সেবক

মুজাফফর আহমেদ

দ্বৈপায়ন

গৌরকিশোর ঘোষ

রূপদর্শী

ডিরোজিও

জুভেনিস

নীহাররঞ্জন গুপ্ত

বানভট্ট

চারুচন্দ্র চক্রবর্তী

জরাসন্ধ

দেবেশ রায়

বেদুইন

প্রফুল্ল চন্দ্র লাহিড়ী

কাফি খাঁ

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram


বিখ্যাত লেখক ও কবিদের ছদ্মনাম গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ