ভারতের বিখ্যাত শহরের উপনাম গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিখ্যাত শহরের উপনাম তালিকা পিডিএফ ডাউনলোড | Famous Indian Cities Nicknames Bengali PDF


ভারতের-বিখ্যাত-শহরের-উপনাম-বাংলা-পিডিএফ
ভারতের বিখ্যাত শহরের উপনাম PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিখ্যাত শহরের উপনাম তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিখ্যাত বিভিন্ন শহরগুলিকে কোন কোন উপনামে অভিহিত করা হয়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন শহরের উপনাম সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন শহরের উপনাম সম্পূর্ণ তালিকা


শহরের নাম

উপনাম

দিল্লি

এশিয়ার রোম/ ভারতের ব্রাজিল

কলকাতা

ভারতের প্রাসাদ নগরী/ সিটি অফ জয়

হাওড়া

ভারতের গ্লাসগো/ বার্মিংহাম

দুর্গাপুর

ভারতের রূঢ়

নবদ্দীপ

বাংলার অক্সফোর্ড (প্রাচীনকালে)

শিলিগুড়ি

উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার

দার্জিলিং

শৈলরাণী

মুম্বাই

ভারতের প্রবেশদ্বার/ ভারতের হলিউড/ সাতটি দ্বীপের দেশ

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

নাগপুর

কমলালেবুর শহর

পুনে

দাক্ষিণাত্যের রানী

লখনৌ

উদ্যান নগরী/ নবাবদের শহর

কলকাতা হাওড়া

যমজ শহর

হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ

যমজ শহর

চেন্নাই

সবুজ শহর

কোয়েম্বাটুর

দক্ষিণ ভারতের ম্যানচেস্টার

পলায়নকোটাই

দক্ষিণের অক্সফোর্ড

তুটিকোরিন

মুক্ত নগরী

মাদুরাই

দক্ষিণের কাশী/ উৎসবের শহর

তিরুপুর

টি-শার্ট নগরী

কাঞ্চিপুরম

সিল্কসিটি

উটি

ভারতের হিল স্টেশনে রানী

প্রয়াগ

ভগবানের বাসগৃহ

মুসৌরি

পর্বতের রানী

হায়দ্রাবাদ

হ্রদের শহর

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জয়পুর

গোলাপি শহর/ ভারতের প্যারিস

ভোপাল

পাহাড় হ্রদের দেশ

যোধপুর

নীল নগরী/ সূর্য নগরী

উদয়পুর

হ্রদের শহর

অমৃতসর

স্বর্ণ মন্দিরের শহর

চন্ডিগড়

পরিকল্পিত নগরী

কেরালা

মসলার বাগান

কোচি

আরব সাগরের রানী/ পূর্বের ভেনিস

আলেপ্পি

প্রাচ্যের ভেনিস

আমেদাবাদ

ভারতের ম্যানচেস্টার/ ভারতের বোষ্টন

সুরাট

মক্কার দ্বার

ভাগলপুর

সিল্ক সিটি অফ ইন্ডিয়া

জামশেদপুর

ভারতের পিটসবার্গ/ ভারতের ইস্পাত নগরী

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

বেঙ্গালুরু

বিজ্ঞান নগরী/ ভারতের সুইজারল্যান্ড/ ভারতের সিলিকন ভ্যালি/ স্পেস নগরী/ উদ্যান নগরী

মহীশূর

উদ্যান নগরী

সিমলা

কুইন অফ হিল স্টেশন/ সামার ক্যাপিটাল (ব্রিটিশ আমলে)

মনিপুর

জুয়েল অফ ইন্ডিয়া

ভুবনেশ্বর

মন্দির নগরী

শিলং

পূর্বের স্কটল্যান্ড

জম্মু কাশ্মীর

ভূস্বর্গ

কাশ্মীর

ভারতের সুইজারল্যান্ড

লে

উচ্চতম শহর

আলিগড়

ভারতের তালাচাবির শহর

হরিদ্দার

গঙ্গার প্রবেশদ্বার


ভারতের বিখ্যাত শহরের উপনাম - ডাকনাম গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ