ভারতের বিখ্যাত শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র/ শিল্পযন্ত্র তালিকা [PDF] | Sopoth.in

বিখ্যাত শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র/ শিল্পযন্ত্র তালিকা পিডিএফ ডাউনলোড - Famous Indian Musicians And Their Instruments List PDF In Bengali


ভারতীয়-শিল্পী-ও-তাদের-বাদ্যযন্ত্র-pdf
ভারতীয় শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতীয় বিখ্যাত শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেই ভারতের বিখ্যাত বিভিন্ন শিল্পী বা বাদক কোন কোন বাদ্যযন্ত্র বা শিল্পযন্ত্র বাজান বা বাজাতেন সে সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতীয় বিখ্যাত শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের গুরুত্বপূর্ণ শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র/ শিল্পযন্ত্র সম্পূর্ণ তালিকা


বাদ্যযন্ত্র/ শিল্পযন্ত্র

শিল্পীর নাম

তবলা

আল্লারাখা খান, জাকির হোসেন, কিষাণ মহারাজ, নিখিল ঘোষ, রাধাকান্ত নন্দী, শকত আহমেদ খান, শান্তা প্রসাদ, আবাদ মিস্ত্রি, আহমেদ তীরকুয়া

বেহালা

যুবিন মেহতা, ভি জি যোগ, ইহুদি মেনন, টি এন কৃষ্ণন, গোবিন্দস্বামী পিল্লাই, এল সুব্রহ্মণ্যম, লালগুড়ি জি জয়রামন, এম এস গোপালকৃষ্ণন, মহাভরম গোবিন্দরাজ পিল্লাই, এন রাজন, বালুস্বামী দীক্ষিত, দয়ারাম ভেঙ্কটেশস্বামী নাইডু, রাজামানিকম পিল্লাই, গজানন রাও জোশি

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

সরোদ

আলী আকবর খান, আমজাদ আলী খান, আলাউদ্দিন খান, আমান আলি, আয়ান আলি বঙ্গাস, বাহাদুর খান, সরন রানী, জারিন এস শর্মা

সেতার

অনুষ্কা শংকর, রবি শংকর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, বুধাদিত্য মুখোপাধ্যায়, রেইজ খান, আব্দুল হালিম জাফর খান

হোয়াটসঅ্যাপে যুক্ত হও

👉 Sopoth.in WhatsApp

সন্তুর

শিব কুমার শর্মা, তরুণ ভট্টাচার্য

গিটার

বরুন পাল, বিশ্বমোহন ভাট

বাঁশি

হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল খান, পান্নালাল ঘোষ, টি আর মহালিঙ্গাম

সানাই

বিসমিল্লাহ খান, বাগেশ্বরী সামার

ফেসবুক গ্রুপে যুক্ত হও

👉 Sopoth.in Facebook

সারেঙ্গী

সুলতান খান, সব্রি খান, রামনারায়ন

হিন্দুস্তানি সেতার

উমাশঙ্কর মিশ্র, হর শংকর ভট্টাচার্য্য

কর্ণাটকী মৃদঙ্গ

ভি ভি সুব্রহ্মণ্যম

পিয়ানো

কইখম সার্পুজি সোরাবজি

হিন্দুস্তানি সন্তুর

ভজন সোপরি

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

হিন্দুস্তানি সরোদ

বুদ্ধদেব দাশগুপ্ত

হিন্দুস্তানি তবলা

শেখ দাউদ

হিন্দুস্তানি ক্লেরিয়নেট

শেখ মোহাম্মদ আরিফ

হিন্দুস্তানি পাখোয়াজ

গোপালদাস পানাসে, ছত্রপতি সিংহ

হিন্দুস্তানি সারেঙ্গী

সুলতান খান

হোয়াটসঅ্যাপে যুক্ত হও

👉 Sopoth.in WhatsApp

হিন্দুস্তানি বিনা

আসাদ আলী খান

সুরবাহার

অন্নপূর্ণা দেবী

কর্ণাটকী বিনা

এল বালাচন্দ্র কল্পক্কাম স্বামীনাথন, কুন্নাকুড়ি বিদ্বানাথন, কে আর কুমারস্বামী আইআর

বিনা

সাদিক আলি খান, ভি দরেস্বামী আয়েঙ্কার


ভারতীয় শিল্পী ও তাদের বাদ্যযন্ত্র গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ