ভারতের বিভিন্ন রাজ্যের প্রাদেশিক নৃত্য তালিকা পিডিএফ ডাউনলোড - Regional Dance Forms Of Different Indian States PDF In Bengali
| বিভিন্ন রাজ্যের প্রাদেশিক নৃত্য PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের বিভিন্ন রাজ্যের প্রাদেশিক/ আঞ্চলিক নৃত্য সম্পূর্ণ তালিকা
|
রাজ্য/
প্রদেশ |
নৃত্যের নাম |
|
পশ্চিমবঙ্গ |
ছৌ, যাত্রা, ঢালী, কাঠি, গম্ভীরা, কীর্তন, মহল |
|
উত্তর প্রদেশ |
কত্থক, রাসলীলা, নৌটাঙ্কি, কাজরি, চাপ্পেলি, জইতা, করণ, কুমাওন |
|
পাঞ্জাব |
ভাঙ্গরা, গিড্ডা, ডাফ, ধামান |
|
হরিয়ানা |
ঝুমুর, গাগর, খোর, সয়াংগ, লুর |
|
টেলিগ্রামে যুক্ত হও |
|
|
জম্মু ও কাশ্মীর |
কুদডান্ডি নাচ, রাউফ, ডামালি, চাকরি, হিকাট, হেমিসগাম্পা |
|
মেঘালয় |
নংক্রেম, লাহো |
|
মনিপুর |
মনিপুরী, কাবুই, মহারাসসা |
|
মিজোরাম |
কুয়াললাম, চিরাও, বাঁশ-নৃত্য, লাম, চেরোকান |
|
হোয়াটসঅ্যাপে যুক্ত হও |
|
|
গুজরাট |
টিপ্পানী, গরবা, গরমা, ডান্ডিয়ারাস, রাসিলা, ভাবাই |
|
রাজস্থান |
ঘুমর, ভাবাই, খাইয়াল, ছাড়ি, ঝুমা, পানিহারি, ঝুলনলীলা, চামার গীনাদ, গানগোর, কায়ান গা বাজাভাঙ্গা, সুইসিনি, কাচ্চি গোরি |
|
হিমাচল প্রদেশ |
কায়াঙ্গা, গিডডা পারহাউন, মুনজরা |
|
বিহার |
যতাযতীন, বিদেশিয়া |
|
ফেসবুক গ্রুপে যুক্ত হও |
|
|
উড়িষ্যা |
ওড়িশি, রনপা, ঘুমরা, ছাডায়া, সাভারি, বাহাকাওয়াটা, ডান্ডানাটে, ডালখই |
|
অন্ধ্রপ্রদেশ |
কুচিপুড়ি, ওট্টম থেডাল, কোট্টাম, ভিথীভাগবাথাম, মোহিনীঅট্টম |
|
মধ্যপ্রদেশ |
মাচা, লোটা, পান্ডভাণী |
|
কেরালা |
কথাকলি, মোহিনীঅট্টম, কোডিআট্টম, তুল্লাল, মোডিভেট্টু, কৃষ্ণনাট্যম, চাকিয়ারকুথু, ওন্নাপ্পা, অট্টমা থুল্লাল, চাতিট্টী নাথাকাম, কাইকোট্টি কাল্লি, থেইয়াম, তাপাত্রিকাল্লি |
|
তামিলনাড়ু |
ভারতনাট্যম, কোলাট্টাম, কারাগাম, কাভাডি, তেরাতোলি, থেরুকট্টু, কুম্মি |
|
টেলিগ্রামে যুক্ত হও |
|
|
গোয়া |
ফুগডি, ডেকানি, ঢালো, কুম্বি, মান্ডো |
|
কর্ণাটক |
করগা, লাম্বি, কুনিথা, সুগ্গি, ইয়কসোগানা |
|
অসম |
বিহু, নাটপূজা, কোঙ্গালি, তাবাল চোঙ্গলি, ওংকিয়ানাট, বাগুরুম্বা, কোঙ্গুলি |
|
ত্রিপুরা |
ঝুম, বিজু, হাই-হক, ওয়ঙ্গালা, চের, গড়িয়া |
|
হোয়াটসঅ্যাপে যুক্ত হও |
|
|
মহারাষ্ট্র |
লাবনী, কোলি, গাফা, লেজিম, তামাশা, দাহিকালা, নাকাতা |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!