ভারতের উচ্চতম/ সর্বোচ্চ সমস্ত বিষয় সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - List of Highest in India PDF In Bengali
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏 |
ভারতের উচ্চতম/ সর্বোচ্চ সমস্ত বিষয় এর সম্পূর্ণ তালিকা
বিষয় |
সর্বোচ্চ এর নাম |
উচ্চতম দরওয়াজা |
ফতেপুর সিক্রি, বুলান্দ দরওয়াজা, আগ্রা |
উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র |
কিন্নাউর জেলার রংটং জলবিদ্যুৎ কেন্দ্র, হিমাচল প্রদেশ |
উচ্চতম স্মৃতিস্তম্ভ |
কুতুব মিনার, 288 ফুট |
উচ্চতম জলপ্রপাত |
যোগ (কুঞ্চিকল আবে) জলপ্রপাত, কর্ণাটক, 1493 ফুট |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও |
|
উচ্চতম সড়কপথ |
খারদুংলা, লে-মানালি, 5682 মিটার |
উচ্চতম বাঁধ |
ভাকরা বাঁধ, শতদ্রু নদী, পাঞ্জাব |
সর্বোচ্চ শৃঙ্গ |
গডউইন অস্টিন (K²) |
পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ |
দাফাবুম |
পশ্চিমঘাট এর সর্বোচ্চ শৃঙ্গ |
অগস্ত্যকূদম |
দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ |
আনাইমুদি |
উচ্চতম বিমানবন্দর |
লে বিমান বন্দর, 16080 ফুট |
উচ্চতম মঠ |
দা কি মনাস্তেরি মঠ, হিমাচল প্রদেশ, 1400 ফুট |
টেলিগ্রামে যুক্ত হও |
|
উচ্চতম রেডিও স্টেশন |
লে রেডিও স্টেশন, 3321 ফুট |
উচ্চতম যান চলাচলকারী সেতু |
খারদুংলা, লাদাখ |
ব্রডগেজ লাইন উচ্চতম স্টেশন |
সিমলিগোড়া স্টেশন |
ন্যারোগেজ লাইন উচ্চতম স্টেশন |
দার্জিলিং এর ঘুম স্টেশন |
সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র |
সিয়াচেন |
সর্বোচ্চ সম্মান |
ভারতরত্ন |
সাহসিকতার সর্বোচ্চ সম্মান |
পরমবীর চক্র |
ভারতের উচ্চতম বিষয় এর গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
প্রথম 👉 | |
দ্বিতীয় 👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!