ভারতের উচ্চতম সমস্ত বিষয় তালিকা [PDF] | Highest In India List PDF In Bengali | Sopoth.in

ভারতের উচ্চতম/ সর্বোচ্চ সমস্ত বিষয় সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - List of Highest in India PDF In Bengali


ভারতের-সর্বোচ্চ-সম্পূর্ণ-তালিকা-PDF
ভারতের সর্বোচ্চ সম্পূর্ণ তালিকা PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ উচ্চতম সমস্ত বিষয়ের সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরির পরীক্ষা গুলিতে ভারতের বিভিন্ন উচ্চতম বিষয় ও বস্তু সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের উচ্চতম বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকাতে ভারতের সেই সমস্ত উচ্চতম বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলি বিগত বিভিন্ন পরীক্ষায় একাধিক বার এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের উচ্চতম/ সর্বোচ্চ সমস্ত বিষয় এর সম্পূর্ণ তালিকা


বিষয়

সর্বোচ্চ এর নাম

উচ্চতম দরওয়াজা

ফতেপুর সিক্রি, বুলান্দ দরওয়াজা, আগ্রা

উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র

কিন্নাউর জেলার রংটং জলবিদ্যুৎ কেন্দ্র, হিমাচল প্রদেশ

উচ্চতম স্মৃতিস্তম্ভ

কুতুব মিনার, 288 ফুট

উচ্চতম জলপ্রপাত

যোগ (কুঞ্চিকল আবে) জলপ্রপাত, কর্ণাটক, 1493 ফুট

হোয়াটসঅ্যাপে যুক্ত হও

👉 Sopoth.in WhatsApp

উচ্চতম সড়কপথ

খারদুংলা, লে-মানালি, 5682 মিটার

উচ্চতম বাঁধ

ভাকরা বাঁধ, শতদ্রু নদী, পাঞ্জাব

সর্বোচ্চ শৃঙ্গ

গডউইন অস্টিন (K²)

পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ

দাফাবুম

পশ্চিমঘাট এর সর্বোচ্চ শৃঙ্গ

অগস্ত্যকূদম

দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ

আনাইমুদি

উচ্চতম বিমানবন্দর

লে বিমান বন্দর, 16080 ফুট

উচ্চতম মঠ

দা কি মনাস্তেরি মঠ, হিমাচল প্রদেশ, 1400 ফুট

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

উচ্চতম রেডিও স্টেশন

লে রেডিও স্টেশন, 3321 ফুট

উচ্চতম যান চলাচলকারী সেতু

খারদুংলা, লাদাখ

ব্রডগেজ লাইন উচ্চতম স্টেশন

সিমলিগোড়া স্টেশন

ন্যারোগেজ লাইন উচ্চতম স্টেশন

দার্জিলিং এর ঘুম স্টেশন

সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র

সিয়াচেন

সর্বোচ্চ সম্মান

ভারতরত্ন

সাহসিকতার সর্বোচ্চ সম্মান

পরমবীর চক্র


ভারতের উচ্চতম বিষয় এর গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF


🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


FAQs


1. ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
গডউইন অস্টিন (K2)।

2. ভারতের সর্বোচ্চ দরওয়াজার নাম কি?
আলাই দরওয়াজা।

3. ভারতের সর্বোচ্চ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি?
রংটং জলবিদ্যুৎ কেন্দ্র।

4. ভারতের সর্বোচ্চ স্তম্ভের/ স্মৃতিস্তম্ভের নাম কি?
কুতুব মিনার।

5. ভারতের সর্বোচ্চ সড়ক পথের নাম কি?
খারদুংলা।

6. ভারতের সর্বোচ্চ বাঁধের নাম কি?
ভাকরা বাঁধ।

7. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
অগস্ত্যকূদম।

8. ভারতের সর্বোচ্চ বিমান বন্দরের নাম কি?
লে বিমানবন্দর।

9. ভারতের সর্বোচ্চ যানবাহন চলাচল কারী সেতুর নাম কি?
খারদুংলা।

10. ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি/ এর নাম কি?
ভারতরত্ন।

11. ভারতের সর্বোচ্চ সামরিক/ সাহসিকতার সম্মান কোনটি?
পরমবীর চক্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ