বিশ্বের বিখ্যাত চিত্রকর/ চিত্রশিল্পী ও চিত্র তালিকা [PDF] | Sopoth.in

বিখ্যাত চিত্রকর/ চিত্রশিল্পী ও তাদের চিত্র গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড - Famous Painters And Paintings Bengali PDF Download


বিখ্যাত-চিত্রকর-ও-চিত্র-pdf
বিখ্যাত চিত্রকর ও চিত্র PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিশ্বের বিভিন্ন চিত্রকর ও তাদের বিখ্যাত চিত্র গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের বিখ্যাত বিভিন্ন চিত্রকর বা চিত্রশিল্পী কোন কোন গুরুত্বপূর্ণ চিত্র অংকন করেছেন, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিখ্যাত চিত্রকর ও তাদের চিত্র তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিখ্যাত চিত্রকর ও চিত্র সম্পূর্ণ তালিকা


চিত্রশিল্পী

চিত্রের নাম

রবীন্দ্রনাথ ঠাকুর

কচ দেবযানী, আবু হোসেন, শেষ নিঃশ্বাস, অহল্যা ' পাষানী, বৌদ্ধ ভিক্ষুক

যামিনী রায়

গ্রামের কৃষক, মা শিশু, কামার-কুমোর, ফকির, সাঁওতাল, কালীঘাটের পটচিত্র, সাঁওতাল মেয়ে, রাধাকৃষ্ণ, বস্ত্রহরণ, ফিলিপস ইন্ডিয়া লিমিটেড, ফকির, যীশু

হেমেন গাঙ্গুলী

সিক্ত বসনা সুন্দরী

রামকিঙ্কর বেইজ

কলের বাঁশি

রবি বর্মা

দুর্বাসার অভিশাপ

বিকাশ ভট্টাচার্য

হোমেজ, ইন্টারভিউ, ডল সিরিজ, ওল্ড লেডি, ত্রিনয়নী দুর্গা

গগনেন্দ্রনাথ ঠাকুর

হানাবাড়ি, আত্মার অভিযাত্রা, নব হুল্লোড়, যমপুরী, বীরূপব্রয

অবনীন্দ্রনাথ ঠাকুর

ভারতমাতা, কৃষ্ণমঙ্গল, শকুন্তলা, কাটুম কুটুম, চৈনিক রবীন্দ্রনাথ, মৃত্যুশয্যায় শাহজাহান, কাজরী নৃত্য, কালকেতু দা হান্টার, কবিকঙ্কণ চণ্ডী

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

নন্দলাল বসু

শিবের বিষপান, বেতাল পঞ্চবিংশতি, সিদ্ধিদাতা গণেশ, জতুগৃহ, উমার তপস্যা, শরৎবাউল, ধরিত্রী, রামায়ণ, পার্থসারথি, পঞ্চপান্ডবের মহাপ্রস্থান, আশ্রম, দীক্ষা

জয়নুল আবেদিন

দুর্ভিক্ষের ছবি

মকবুল ফিদা হুসেন

মাদার টেরিজা, সরস্বতী

লিওনার্দো দা ভিঞ্চি

মোনালিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অব দ্য রকস, ম্যাডোনা অফ রক্স, সেন্ট জেরোম, সেন্ট জন ব্যাপটিস্ট, হেড অফ ওম্যান, লেডি উইথ এন আরমাইন

রাফায়েল

ম্যাডোনা, স্কুল অফ এটলাস

পাবলো পিকাসো

বয় লিডিং হরস, থ্রি ডান্সার, হেয়ার এন্ড ইওলো হেডস, ব্লু পিরামিড, ভাইজাল, দ্য স্প্যানিশ আর্মাডা, গার্ল উইথ ব্ল্যাক, গুয়ের্নিকা, ওয়ার এন্ড পিস, ডেস্টিনেশন টু ডেথ, মাদার এন্ড চাইল্ড, ওমেন উইথ ক্রসড আরমস, দা পর্ট্রেট অফ ডোরামার

রুবেন্স

এগেনস্ট অফ দা ক্রস

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

মাইকেল এঞ্জেলো

মার্বেল প্যালেস, স্যালিয়ার্তো, ট্রাজেডি, দ্য লাস্ট জাজমেন্ট, ডেভিড, দা সিলিং অফ দা সিস্টেমেটিক চ্যাপেল

রামব্রাল্ট

পর্ট্রেট অফ এন ওল্ড ম্যান

ভ্যানগঘ

সানক্লডিয়ার, লাভারস ভেস্ট, দ্যা পটেটো ইটার্স, পোস্টম্যান, ল্যান্ডস্কেপ অফ আওভার্স, দা ফর্টিফিকেশন অফ প্যারিস, দা প্রিজম ইয়ার্ড, দা সানফ্লাওয়ার

রেনল্ডস

মাদার এন্ড চাইল্ড

হেনরি মারতিস

ওম্যান উইথ হ্যাট, ওমেন ইন এ পার্পল কোট, দা ওপেন উইন্ডো, দ্য রেড স্টুডিও, দা জয় অফ লাইফ, ডান্স

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

গগ্যাঁ

এডোলেসেন্স, তাহিতি নারী

মাসাচ্চো

ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড

রেনোয়া পিয়েরে অগাস্ট

পোর্ট্রেট দা মেনেট, লেস প্যারাপ্লুইস, দা লোগে

বত্তিচেল্লি

বসন্তের আগমন


বিখ্যাত চিত্রকর ও চিত্র গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ