ভারতের বিভিন্ন রাজ্যের প্রাদেশিক উৎসব তালিকা [PDF] | Sopoth.in

ভারতের বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ প্রাদেশিক উৎসব তালিকা পিডিএফ ডাউনলোড - Regional Festivals Of Different Indian States PDF In Bengali


বিভিন্ন-রাজ্যের-প্রাদেশিক-উৎসব-pdf
বিভিন্ন রাজ্যের প্রাদেশিক উৎসব PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের বিখ্যাত আঞ্চলিক উৎসবের সম্পূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেই ভারতের বিভিন্ন রাজ্যে পালিত বিখ্যাত বিভিন্ন উৎসব গুলি সম্পর্কে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসব সম্পর্কে গুরুত্বপূর্ণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন রাজ্যের প্রাদেশিক/ আঞ্চলিক উৎসব সম্পূর্ণ তালিকা


রাজ্য

উৎসব

পশ্চিমবঙ্গ

দুর্গাপূজা, কালীপূজা, লক্ষ্মীপূজা, নববর্ষ, দোল, ভাইফোঁটা

বিহার

ছট পূজা, পারুল, করম উৎসব

ছত্রিশগড়

পোলা, নবখাই

মহারাষ্ট্র

গণেশ চতুর্থী, নাগপঞ্চমী, জামশিদ নওরাজ

ত্রিপুরা

ঘুড়ি উৎসব, ডান্ডি দরবার, নবরাত্রি, তারনেটরের মেলা

উত্তর প্রদেশ

রামনবমী, রামলীলা

সিকিম

লোসার, লোশাং, চাইতা

মধ্যপ্রদেশ

তানসেন সংগীত উৎসব

হিমাচল প্রদেশ

চমবারমিঞ্জর

টেলিগ্রামে যুক্ত হও

👉 Sopoth.in Telegram

অন্ধ্রপ্রদেশ

মহাকালীযাত্রা, মার্চ, উগাদি মার্চ (তেলেগু নববর্ষ)

রাজস্থান

আদিবাসী কুম্ভমেলা

উত্তরাঞ্চল

কুম্ভমেলা অর্ধ কুম্ভমেলা

দিল্লি

রশিনাড়া, শালিমার

মিজোরাম

মিমকূট, চাপচারকুট

নাগাল্যান্ড

পাখি উৎসব, অংগামীদের সেক্রেণি

পাঞ্জাব

লোহরী, বৈশাখী, সাতোয়া, করবাচৌথ

অসম

বিহু

উড়িষ্যা

রথযাত্রা, কোনারক উৎসব

তামিলনাড়ু

পোঙ্গাল, জাল্লিকাট্টু

দাদরা নগর হাভেলি

দিবাসর

হোয়াটসঅ্যাপে যুক্ত হও

👉 Sopoth.in WhatsApp

গোয়া

কার্নিভাল, শিগমো উৎসব

মেঘালয়

ওয়ানগালা

হরিয়ানা

শবেবরাত, নওমী, গুপ্পা, অহিয়াদুজ

পন্ডিচেরি

ফরাসি বাস্তিল দিবস

কেরালা

বিশু, কুরাম, ওনাম, তিস্কো

জম্মু কাশ্মীর

আসুজ, লোরি

ফেসবুক গ্রুপে যুক্ত হও

👉 Sopoth.in Facebook


ভারতীয় বিভিন্ন রাজ্যের আঞ্চলিক উৎসব গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ