বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা তালিকা [PDF] | Sopoth.in

বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তিদের উপাধি ও উপাধি দাতা তালিকা পিডিএফ ডাউনলোড| Titles And Title Giver Of Famous Historical Personality Bengali PDF


বিখ্যাত-প্রসিদ্ধ-ব্যক্তিদের-উপাধি-ও-উপাধিদাতা-pdf
প্রসিদ্ধ ব্যক্তিদের উপাধি ও উপাধি দাতা PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিখ্যাত প্রশিদ্ধ ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিখ্যাত ও প্রসিদ্ধ বিভিন্ন ঐতিহাসিক ব্যাক্তিদের কোন কোন উপাধি রয়েছে এবং সেই উপাধিগুলি কে বা কারা প্রদান করেছেন, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিখ্যাত প্রসিদ্ধি বক্তিদের উপাধি ও উপাধি দাতা সম্পর্কে তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিখ্যাত প্রসিদ্ধ ব্যাক্তিদের উপাধি ও উপাধিদাতা সম্পূর্ণ তালিকা


প্রকৃত নাম

উপাধি

উপাধি দাতা

মোহনদাস করমচাঁদ গান্ধী

মহাত্মা

রবীন্দ্রনাথ ঠাকুর

মোহনদাস করমচাঁদ গান্ধী

জাতির জনক

সুভাষচন্দ্র বসু

মোহনদাস করমচাঁদ গান্ধী

অর্ধনগ্ন ফকির

ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল

রাজা রামমোহন রায়

ভারত পথিক

রবীন্দ্রনাথ ঠাকুর

রাজা রামমোহন রায়

রাজা

দ্বিতীয় আকবর

রাজা রামমোহন রায়

বিশ্ব পথিক

দিলীপ বিশ্বাস

রাজা রামমোহন রায়

ভারতীয় জাতীয়তাবাদ এর জনক

জহরলাল নেহেরু

রাজা রামমোহন রায়

নবযুগের প্রবর্তক

বিপিনচন্দ্র পাল

রবীন্দ্রনাথ ঠাকুর

বিশ্বকবি

ব্রহ্মবান্ধব উপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

গুরুদেব

মহাত্মা গান্ধী

সুভাষচন্দ্র বোস

দেশনায়ক

রবীন্দ্রনাথ ঠাকুর

সুভাষচন্দ্র বোস

পেট্রিয়ট অফ পেট্রিয়টস

মহাত্মা গান্ধী

সুভাষচন্দ্র বোস

নেতাজি

জার্মানিতে বন্দি ভারতীয় সেনাদল (1942)/ মহাত্মা গান্ধী

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

জাতীয়তাবাদ এর ঋষি

অরবিন্দ ঘোষ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

দা রিয়েল ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম

হীরেন্দ্রনাথ দত্ত

নরেন্দ্রনাথ দত্ত

বিবেকানন্দ

খেজুরির মহারাজ

বালগঙ্গাধর তিলক

আধুনিক ভারতের স্রষ্টা

মহাত্মা গান্ধী

বালগঙ্গাধর তিলক

লোকমান্য

দেশবাসী

বালগঙ্গাধর তিলক

ভারতীয় বিক্ষোভের জনক

ভ্যালেন্টাইন চিরল

গদাধর চট্টোপাধ্যায়

রামকৃষ্ণ পরমহংস

তোতাপুরি (তাঁর গুরুদেব)

ভীমরাও আম্বেদকর

ভারতীয় সংবিধানের জনক

ডঃ রাজেন্দ্র প্রসাদ

চিত্তরঞ্জন দাস

দেশবন্ধু

মহাত্মা গান্ধী

অরবিন্দ ঘোষ

যোগীরাজ

শরৎচন্দ্র চৌধুরী

সি এফ এন্ড্রুজ

দিনবন্ধু

মহাত্মা গান্ধী

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

পুরুষসিংহ

রবীন্দ্রনাথ ঠাকুর

ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়

বিদ্যাসাগর

কলকাতা সংস্কৃত কলেজ

বল্লভভাই প্যাটেল

সর্দার

মহাত্মা গান্ধী

যতীন্দ্রনাথ সেনগুপ্ত

দেশপ্রিয়

দেশবাসী

ইন্দিরা গান্ধী

প্রিয়দর্শিনী

রবীন্দ্রনাথ ঠাকুর

মালাধর বসু

গুণরাজ খাঁ

হোসেন শাহ

শিবাজী

পার্বত্য মুষিক

ঔরঙ্গজেব

হাদি খাঁ

মুর্শিদকুলি খাঁ

ঔরঙ্গজেব

সমুদ্র গুপ্ত

ভারতের নেপোলিয়ন

ভিন্সেন্ট স্মিথ

আলাউদ্দিন খলজী

পৃথিবীর মালিক

আমির খসরু

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

 


বিখ্যাত প্রসিদ্ধ ব্যক্তিদের উপাধি ও উপাধিদাতা গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ