বিভিন্ন পুরস্কারের সূচনাকাল গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Starting Year Of Important Awards Bengali PDF
গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরস্কারের সূচনাকাল PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে উল্লেখযোগ্য বিভিন্ন পুরস্কারের সূচনাকাল তালিকা পিডিএফ শেয়ার করবো।
পৃথিবীর উল্লেখযোগ্য বিভিন্ন পুরস্কার গুলি কোন সাল থেকে দেওয়া শুরু হয়েছে অর্থাৎ সূচনাকাল সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন পুরস্কারের সূচনাকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
উল্লেখযোগ্য বিভিন্ন পুরস্কারের সূচনাকাল সম্পূর্ণ তালিকা
পুরস্কার |
সূচনাকাল |
নোবেল পুরস্কার |
1901 |
অস্কার পুরস্কার |
1929 |
কলিঙ্গ পুরস্কার |
1952 |
সাহিত্য একাডেমী পুরস্কার |
1954 |
ভারতরত্ন পুরস্কার |
1954 |
ম্যাগসেসাই পুরস্কার |
1957 |
ভাটনগর পুরস্কার |
1957 |
অর্জুন পুরস্কার |
1961 |
জওহরলাল নেহেরু পুরস্কার |
1965 |
জ্ঞানপীঠ পুরস্কার |
1965 |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
বুকার পুরস্কার |
1968 |
দাদাসাহেব ফালকে পুরস্কার |
1969 |
পুলিৎজার পুরস্কার |
1970 |
মূর্তিদেবী পুরস্কার |
1984 |
দ্রোণাচার্য পুরস্কার |
1985 |
ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার |
1986 |
ইন্দিরা গান্ধী জাতীয় সংহতি পুরস্কার |
1989 |
সরস্বতী সম্মান |
1991 |
ব্যাস সম্মান |
1992 |
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার (মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার) |
1992 (2021) |
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার |
1995 |
বঙ্গবিভূষণ পুরস্কার |
2012 |
মহানায়ক পুরস্কার |
2012 |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
উল্লেখযোগ্য বিভিন্ন পুরস্কারের সূচনাকাল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!