বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত মাঠের নাম গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Playing Field Name Of Different Games Bengali PDF
| বিভিন্ন খেলার মাঠের নাম PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খেলার মাঠের নাম তালিকা পিডিএফ শেয়ার করবো।
বিশ্বের গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলা গুলি আলাদা আলাদা আকৃতি ও ধরনের যেসব মাঠে খেলা হয়ে থাকে তাদের নাম সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত মাঠের নাম সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন খেলার মাঠের নাম সম্পূর্ণ তালিকা
|
খেলা |
মাঠের নাম |
|
ক্রিকেট |
পিচ, ফিল্ড |
|
গলফ |
কোর্স |
|
বক্সিং |
রিং |
|
মুষ্টিযুদ্ধ |
রিং |
|
আইস্ হকি |
রিং |
|
স্কেটিং |
রিং |
|
কুস্তি |
রিং, এরিনা |
|
লং টেনিস |
কোর্ট |
|
নেট বল |
কোর্ট |
|
ব্যাডমিন্টন |
কোর্ট |
|
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
|
ভলিবল |
কোর্ট |
|
স্কোয়াশ |
কোর্ট |
|
কবাডি |
কোর্ট |
|
হ্যান্ডবল |
কোর্ট |
|
খো খো |
কোর্ট |
|
জুডো |
ম্যাট |
|
টেইকন্ড |
ম্যাট |
|
ক্যারাটে |
ম্যাট |
|
হকি |
ফিল্ড |
|
ফুটবল |
ফিল্ড |
|
পোলো |
ফিল্ড |
|
অ্যাথলেটিক্স |
ট্রাক |
|
বোলস |
গ্রিনস |
|
টেবিল টেনিস |
বোর্ড |
|
তীরন্দাজি |
রেঞ্জ |
|
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
|
শুটিং |
রেঞ্জ |
|
কার্লিং |
রিংক |
|
সুইমিং |
পুল |
|
ঘোড়ায় চড়া |
এরিনা |
|
সাইকেল চালানো |
ভেলোড্রোম |
|
বেসবল |
ডায়মন্ড |
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত মাঠের নাম গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!