বিভিন্ন খেলায় খেলোয়াড় সংখ্যা গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Number Of Player In Different Sports Bengali PDF
বিভিন্ন খেলায় খেলোয়াড় সংখ্যা PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খেলায় খেলোয়াড় সংখ্যা তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন খেলায় একেকটি দলে মোট কতজন করে খেলোয়াড় একসঙ্গে অংশগ্রহণ করেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন খেলায় খেলোয়ার সংখ্যা সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন খেলার খেলোয়াড় সংখ্যা সম্পূর্ণ তালিকা
খেলা |
খেলোয়াড় সংখ্যা |
দাবা |
1 |
বক্সিং |
1 |
বিলিয়ার্ড/ স্নুকার |
1 |
জিমনাস্টিক |
একক বা দলগত |
ব্যাডমিন্টন |
1 ও 2
(সিঙ্গেলস ও ডবলস) |
টেনিস |
1 ও 2 |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
টেবিল টেনিস |
1 ও 2 |
গলফ |
একক ভাবে অনেকে |
তাস ব্রিজ |
2 |
পোলো |
4 |
কর্লিং |
4 |
বাস্কেটবল |
5 |
আইস্ হকি |
6 |
ইনডোর হকি |
6 |
ভলিবল |
6 |
কবাডি |
7 |
নেটবল |
7 |
ওয়াটার পোলো |
7 |
কর্ফ বল |
8 |
টাগ অফ ওয়ার |
8 |
খোখো |
9 |
বেসবল |
9 |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
আমেরিকান ফুটবল |
11 |
ফুটবল |
11 |
ক্রিকেট |
11 |
হকি |
|
ল্যাক্রোসি |
12 |
ক্রোকেট/ কোয়েস্ট |
13 বা 15 |
রাগবি ফুটবল |
15 |
বিভিন্ন খেলায় খেলোয়াড় সংখ্যা গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!