মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কাজ [PDF] | Sopoth.in

মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য তালিকা পিডিএফ ডাউনলোড | Properties And Functions Of Human Blood Cells Bengali PDF


মানব-রক্ত-কণিকার-বৈশিষ্ট্য-কার্য-pdf
মনব রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য তালিকা পিডিএফ শেয়ার করবো।

মানব রক্তের বিভিন্ন রক্তকণিকা গুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ ও তাদের দ্বারা সম্পন্ন করা গুরুত্বপূর্ণ কার্য গুলি সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

মানব রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য সম্পূর্ণ তালিকা


রক্ত কণিকা

কার্য

লোহিত রক্তকণিকা (নিউক্লিয়াস বিহীন, দ্বি-অবতল)

CO² পরিবহন এবং রক্তে অম্ল ক্ষারের সমতা বজায় রাখা

শ্বেত রক্তকণিকা (নিউক্লিয়াস যুক্ত)

জীবাণু ধ্বংস করা

মনোসাইট

ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা

লিম্ফোসাইট (নিউক্লিয়াস যুক্ত বৃহৎ গোলাকার)

অ্যান্টিবডি উৎপন্ন করে রোগ প্রতিরোধ করা

বেসোফিল (বৃত্তাকার নিউক্লিয়াস যুক্ত)

হেপারিন নিঃসরণ করে রক্ততঞ্চনে বাধা দেওয়া

ইওসিনোফিল (নিউক্লিয়াস দুইখণ্ড যুক্ত)

এলার্জি রোগ প্রতিরোধ করা

নিউট্রোফিল (নিউক্লিয়াস বহু খন্ড যুক্ত)

ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

অনুচক্রিকা (নিউক্লিয়াস বিহীন)

রক্ত তঞ্চনে সাহায্য করা


মানব রক্তের রক্ত কনিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও কার্য তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ