মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য তালিকা পিডিএফ ডাউনলোড | Properties And Functions Of Human Blood Cells Bengali PDF
মনব রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য তালিকা পিডিএফ শেয়ার করবো।
মানব রক্তের বিভিন্ন রক্তকণিকা গুলির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমূহ ও তাদের দ্বারা সম্পন্ন করা গুরুত্বপূর্ণ কার্য গুলি সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে মানব রক্তের বিভিন্ন রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
মানব রক্ত কণিকার বৈশিষ্ট্য ও কার্য সম্পূর্ণ তালিকা
রক্ত কণিকা |
কার্য |
লোহিত রক্তকণিকা (নিউক্লিয়াস বিহীন, দ্বি-অবতল) |
O² ও CO² পরিবহন এবং রক্তে অম্ল ও ক্ষারের সমতা বজায় রাখা |
শ্বেত রক্তকণিকা (নিউক্লিয়াস যুক্ত) |
জীবাণু ধ্বংস করা |
মনোসাইট |
ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা |
লিম্ফোসাইট (নিউক্লিয়াস যুক্ত বৃহৎ গোলাকার) |
অ্যান্টিবডি উৎপন্ন করে রোগ প্রতিরোধ করা |
বেসোফিল (বৃত্তাকার নিউক্লিয়াস যুক্ত) |
হেপারিন নিঃসরণ করে রক্ততঞ্চনে বাধা দেওয়া |
ইওসিনোফিল (নিউক্লিয়াস দুইখণ্ড যুক্ত) |
এলার্জি রোগ প্রতিরোধ করা |
নিউট্রোফিল (নিউক্লিয়াস বহু খন্ড যুক্ত) |
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
অনুচক্রিকা (নিউক্লিয়াস বিহীন) |
রক্ত তঞ্চনে সাহায্য করা |
মানব রক্তের রক্ত কনিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ও কার্য তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!