বিভিন্ন জৈব যৌগের ব্যবহারের গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন জৈব রাসায়নিক যৌগের ব্যবহার গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Uses Of Important Organic Chemical Compounds Bengali PDF


বিভিন্ন-জৈব-যৌগের-ব্যবহার-pdf
বিভিন্ন জৈব যৌগের ব্যবহার PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন জৈব যৌগের ব্যবহার গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন জৈব যৌগ গুলি কি কি কাজে, অন্যান্য কোন কোন দ্রব্য প্রস্তুতিতে ব্যবহার করা হয়ে থাকে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিভিন্ন জৈব যৌগের ব্যবহার তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন জৈব যৌগের ব্যবহার সম্পূর্ণ তালিকা


জৈব যৌগ

ব্যবহার

ইউরিয়া

কালাজ্বরের ওষুধ, ঘুমের ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়

ক্লোরোফর্ম

রবার, চর্বি, তেল, মোম ইত্যাদির দ্রাবক হিসেবে; চেতনানাশক হিসেবে; ড্রাই ওয়াশে; পচনশীল উদ্ভিদ প্রাণী সংরক্ষণে ব্যবহার করা হয়

অ্যাসিটিলিন

কৃত্রিম রাবার, প্লাস্টিক, ঝালাই, কাটাই হিসেবে; ইথাইল অ্যালকোহল, বেনজিন, অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহৃত হয়

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

ইথাইল অ্যালকোহল

গলা, রজন এর দ্রাবক রূপে, রবার, সুগন্ধি দ্রব্য, স্পিরিট, রং, টনিক জীবনু নাশক প্রস্তুতিতে ব্যবহৃত হয়

ইথিলিন

কৃত্রিম রাবার তৈরিতে, ফল সংরক্ষণে, কাঁচা ফল পাকাতে, পলিথিন চেতনানাশক ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয়

ভিনিগার (অ্যাসিটিক অ্যাসিড)

অ্যাসপিরিন, সাদা রং প্রস্তুতিতে, মাছ-মাংস সংরক্ষণে, রবার ঘন করতে ব্যবহৃত হয়

মিথেন (মার্স গ্যাস)

তাপ উৎপাদক জ্বালানি হিসেবে, অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করতে, কার্বন ব্ল্যাক প্রস্তুতিতে, গ্রামোফোন রেকর্ড, জুতার কালি, রবার, ছাপার কালি, পেইন্ট প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

গ্লিসারোল/ গ্লিসারিন

জুতার কালি, ছাপার কালি, ডিনামাইট বিস্ফোরক দ্রব্য সাবান প্রস্তুতিতে ব্যবহৃত হয়

ন্যাপথলিন

নীল রং তৈরিতে, রং প্রস্তুতিতে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়

ফেনল (কার্বলিক অ্যাসিড)

ছত্রাক ধ্বংস করতে, পাইল ফটো শিল্পে, সাপ অন্যান্য পোকামাকড় তাড়াতে ব্যবহৃত হয়


বিভিন্ন জৈব যৌগের ব্যবহার গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ