ম্যাগসেসাই পুরস্কার প্রাপক ভারতীয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Magsaysay Award Winner Indians Bengali PDF
ম্যাগসেসাই পুরস্কার প্রাপক ভারতীয়দর তালিকা PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ম্যাগসেসাই অ্যাওয়ার্ড প্রাপক ভারতীয়দের তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতীয় বিখ্যাত কোন কোন ব্যক্তিত্বগণ ম্যাগসেসাই পুরস্কার পেয়েছেন ও কত সালে পেয়েছেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ম্যাগসেসাই পুরস্কার প্রাপক ভারতীয় সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
ম্যাগসেসাই পুরস্কার প্রাপক ভারতীয়দর সম্পূর্ণ তালিকা
সাল |
পুরস্কার প্রাপক |
1991 |
কে ভি সুবান্না |
1992 |
রবিশংকর |
1993 |
বানো জাহাঙ্গীর কোয়াজি |
1994 |
কিরণ বেদী |
1996 |
পান্ডুরং আটাভেলি |
1996 |
টি এন সেশন |
1997 |
মহাশ্বেতা দেবী |
1997 |
মহেশচন্দ্র মেহতা |
2000 |
জকিন আরপুথাম |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
2000 |
অরুনা রায় |
2001 |
রাজেন্দ্র সিং |
2002 |
সন্দীপ পান্ডে |
2003 |
জেমস মিচেল লিঙডো |
2004 |
শান্তা সিনহা |
2004 |
লক্ষীনারায়ন রামদাস |
2005 |
ভি শান্তা |
2006 |
অরবিন্দ কেজরিওয়াল |
2007 |
প্লাগুমি সাইনাথ |
2008 |
প্রকাশ আমতে ও মন্দাকিনী আমতে |
2009 |
দীপ যোশী |
2010 |
নমান খান |
2011 |
নীলিমা মিশ্র |
2012 |
কুলেন্দি ফ্রান্সিস |
2015 |
সঞ্জীব চতুর্বেদী, অংশু গুপ্তা |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
2016 |
বেজওয়ারা উইলসন, থদুর মাদাবুসি কৃষ্ণা |
2018 |
সনাম ওয়াঙচুক |
2018 |
ভরত ভটওয়ানি |
2019 |
রবিশ কুমার |
ম্যাগসেসাই পুরস্কার প্রাপক ভারতীয়দের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!