জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র সমূহ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্রসমূহ গুরুত্বপূর্ণ পিডিএফ ডাউনলোড | National Film Award Winning Best Films Bengali PDF


জাতীয়-চলচ্চিত্র-পুরস্কার-প্রাপ্ত-সেরা-চলচ্চিত্র-pdf
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন বছরে কোন কোন সেরা সিনেমাগুলি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের দ্বারা সেরা সিনেমা হিসেবে সম্মানিত হয়েছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সেরা চলচ্চিত্র সম্পূর্ণ তালিকা


সাল

চলচ্চিত্র (ভাষা)

1953 (প্রথম)

শ্যামছি আই (মারাঠি)

1955

পথের পাঁচালী (বাংলা)

1956

কাবুলিওয়ালা (বাংলা)

1958

সাগর সঙ্গমে (বাংলা)

1959

অপুর সংসার (বাংলা)

1961

ভগিনী নিবেদিতা (বাংলা)

1962

দাদা ঠাকুর (বাংলা)

1964

চারুলতা (বাংলা)

1967

হাটে বাজারে (বাংলা)

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

1968

গুপী গাইন বাঘা বাইন (বাংলা)

1971

সীমাবদ্ধ (বাংলা)

1974

কোরাস (বাংলা)

1980

অকালের সন্ধানে (বাংলা)

1981

দখল (বাংলা)

1982

চোখ (বাংলা)

1983

আদি শঙ্করাচার্য (সংস্কৃত)

1984

দামু (হিন্দি)

1988

পিরাভি (মালয়ালম)

1989

বাঘ বাহাদুর (হিন্দি)

1990

মোরুপক্কম (তামিল)

1991

আগন্তুক (বাংলা)

1992

ভগবত গীতা (সংস্কৃত)

1993

চরাচর (বাংলা)

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1994

ঊনিশে এপ্রিল (বাংলা)

1995

কথাপুরুষন (মালয়ালম)

1996

লাল দরজা (বাংলা)

1997

থাই সাহেব (কানাড়া)

1998

শরম (হিন্দি)

1999

বানপ্রস্থম (মালয়ালম)

2000

সন্থম (মালয়ালম)

2001

দ্বীপা (কানাড়া)

2002

মন্দ মেয়ের উপাখ্যান (বাংলা)

2003

শ্বাস (মারাঠি)

2004

পেজ থ্রী (ইংরেজি)

2005

কালপুরুষ (বাংলা)

2006

পুলিজন্মম (মালয়ালম)

2007

কাঞ্জিভরম (তামিল)

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

2008

অন্তহীন (বাংলা)

2009

কুট্টিশ্রাঙ্ক (মালয়ালম)

2010

আদামিন্তে মাকেন আবু (মালয়ালম)

2011

দেওল (মারাঠি)

 

বায়াড়ি (কনাড়া)

2012

পান সিং তোমর (হিন্দি)

2013

শিপ অফ থিসিউস (ইংরেজি)

2014 (62 তম)

কোর্ট (মারাঠি, গুজরাটি, ইংরেজি, হিন্দি)

2015 (63 তম)

বাহুবলী: দ্য বিগিনিং (তেলেগু)

2016 (64 তম)

কসভ (মারাঠি)

2017 (65 তম)

ভিলেজ রকস্টার (অসমীয়া)

2018 (66 তম)

হেল্লাড়ো (গুজরাটি)

2019 (67 তম)

মারাক্কার: লায়ন অফ দা এরাবিয়ান সি (মালয়ালম)


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ