ভিটামিনের উৎস ও অভাবজনিত লক্ষণ তালিকা পিডিএফ ডাউনলোড | Vitamin Sources And Deficiency Syndrome Bengali PDF
ভিটামিনের উৎস ও অভাবজনিত লক্ষণ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভিটামিনের উৎস ও অভাবজনিত লক্ষণ সম্পূর্ণ তালিকা
ভিটামিনের উৎস, আবিষ্কারক ও অভাবজনিত লক্ষণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্যের পিডিএফ নিচে দেওয়া হয়েছে, এখানে নমুনা হিসেবে শুধুমাত্র অভাবজনিত লক্ষণ দেওয়া হল:
ভিটামিন |
অভাব জনিত লক্ষণ |
A (রেটিনল) |
চোখে ছানি পড়া, রাতকানা, ত্বক খসখসে হওয়া, স্নায়ুতন্ত্রের ক্ষতি |
B1 (থিয়ামিন) |
বেরিবেরি রোগ, ক্ষুধামান্দ্য, স্নায়ু দুর্বলতা, হৃদপিন্ডের দুর্বলতা |
B2 (রাইবোফ্লাভিন) |
স্নায়তন্ত্র দুর্বলতা, চক্ষু ও ত্বকের ক্ষয়, মুখে ও জিহ্বায় ঘা, চুল উঠে যাওয়া, চিলোসিস |
B3 (নিয়াসিন) |
সার্বিক বৃদ্ধি ব্যাহত, পেলেগ্রা রোগ, ত্বক খসখসে, খাদ্যনালীর ক্ষত, রক্তাল্পতা, ওজন ও কর্মক্ষমতা হ্রাস |
B5 (প্যানটোথেনিক অ্যাসিড) |
অন্ত্রে ঘা, পেশীর টান, স্নায়ুক্ষয়, চর্মরোগ, পাখির পোরোসিস রোগ, ইঁদুর ও মুরগির ডার্মাটাইটিস রোগ |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
B6 (পিরিডক্সিন) |
রক্তাল্পতা, স্নায়ু দুর্বলতা, নিদ্রাল্পতা, জনন ক্ষমতা হ্রাস |
B9 (ফলিক অ্যাসিড) |
রক্তাল্পতা, দেহের বৃদ্ধির হ্রাস |
B12 (সায়ানো-কোবালামিন) |
বৃদ্ধি ব্যাহত, রক্তাল্পতা, আন্ত্রিক, মুখ গহবর ও জিহবা প্রদাহ |
C (অ্যাসকরবিক এসিড |
স্কার্ভি রোগ হয়, দাঁতের গোড়া ফুলে যাওয়া ও রক্ত পরা, যনন ক্ষমতা হ্রাস, দাঁত ও অস্থির বিকৃতি |
D (ক্যালসিফেরল) |
অস্থি ও দন্তের বিকৃতি, অমসৃণ ত্বক, শিশুদের রিকেট ও বড়দের অস্টিওম্যালেসিয়া রোগ |
E (টোকোফেরল) |
পেশি ক্ষয়, বন্ধ্যাত্ব, ভ্রূণের অকাল মৃত্যু, অকাল প্রসব, জননাঙ্গের বৃদ্ধি ব্যাহত |
K (ফাইলো কুইনোন/ ন্যাপথা কুইনোন |
রক্ত চলাচল ক্ষমতা হ্রাস, রক্ত জমাট বাঁধায় অসুবিধে – রক্তক্ষরণ |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!