নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয়দের তালিকা পিডিএফ ডাউনলোড | Nobel Prize Winner Indians Bengali PDF
নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয়রা PDF |
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে নোবেল প্রাইজ প্রাপক ভারতীয়দের তালিকা পিডিএফ শেয়ার করবো।
ভারতীয় বিখ্যাত কোন কোন ব্যক্তিত্বগণ নোবেল পুরস্কার পেয়েছেন ও কত সালে পেয়েছেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের সম্পূর্ণ তালিকা
ব্যক্তিত্ব (সাল) |
ক্ষেত্র |
রবীন্দ্রনাথ ঠাকুর (1913) |
সাহিত্য |
সি ভি রমন (1930) |
পদার্থবিদ্যা |
হরগোবিন্দ খোরানা (1969) |
শরীর বিদ্যা |
মাদার টেরেজা (1979) |
শান্তি |
সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর (1983) |
পদার্থবিদ্যা |
অমর্ত্য সেন (1998) |
অর্থনীতি |
রাজেন্দ্র কে পাচৌরি (2007) |
শান্তি |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
ভেঙ্কটরামন রামকৃষ্ণন (2009) |
রসায়ন |
কৈলাস সত্যার্থী (2014) |
শান্তি |
অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (2019) |
অর্থনীতি |
নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!