নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয়দের তালিকা পিডিএফ ডাউনলোড | Nobel Prize Winner Indians Bengali PDF


নোবেল-পুরস্কার-প্রাপ্ত-ভারতীয়দের-তালিকা-pdf
নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয়রা PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে নোবেল প্রাইজ প্রাপক ভারতীয়দের তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতীয় বিখ্যাত কোন কোন ব্যক্তিত্বগণ নোবেল পুরস্কার পেয়েছেন ও কত সালে পেয়েছেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে নোবেল পুরস্কার প্রাপক ভারতীয় সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের সম্পূর্ণ তালিকা


ব্যক্তিত্ব (সাল)

ক্ষেত্র

রবীন্দ্রনাথ ঠাকুর (1913)

সাহিত্য

সি ভি রমন (1930)

পদার্থবিদ্যা

হরগোবিন্দ খোরানা (1969)

শরীর বিদ্যা

মাদার টেরেজা (1979)

শান্তি

সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর (1983)

পদার্থবিদ্যা

অমর্ত্য সেন (1998)

অর্থনীতি

রাজেন্দ্র কে পাচৌরি (2007)

শান্তি

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

ভেঙ্কটরামন রামকৃষ্ণন (2009)

রসায়ন

কৈলাস সত্যার্থী (2014)

শান্তি

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় (2019)

অর্থনীতি


নোবেল পুরস্কার প্রাপক ভারতীয়দের গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ