বিশ্বের ইতিহাসে বিখ্যাত হত্যা ও সাল তালিকা [PDF] | Sopoth.in

পৃথিবীর ইতিহাসে বিখ্যাত বিভিন্ন হত্যা ও সাল তালিকা পিডিএফ ডাউনলোড| Famous Murders In World History Bengali PDF


বিশ্বের-ইতিহাসে-বিখ্যাত-হত্যা-ও-সাল-তালিকা-পিডিএফ
বিশ্বের ইতিহাসে বিখ্যাত ঐতিহাসিক হত্যা PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত ঐতিহাসিক হত্যা ও সাল তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিশ্বের ইতিহাসে বিখ্যাত বিভিন্ন ঐতিহাসিক হত্যার সাল সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হত্যা ও সাল সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

বিশ্বের ইতিহাসে ঐতিহাসিক হত্যা ও সাল সম্পূর্ণ তালিকা


সাল

ব্যক্তি

4 খ্রিস্টপূর্বাব্দ

জুলিয়াস সিজার

1610 খ্রিস্টাব্দ

চতুর্থ হেনরি (ইংল্যান্ড)

1865 খ্রিস্টাব্দ

আব্রাহাম লিংকন (16 তম মার্কিন রাষ্ট্রপতি)

1918 খ্রিস্টাব্দ

জার দ্বিতীয় নিকোলাস (রাশিয়া, 16 জুলাই)

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1948 খ্রিষ্টাব্দ

মহাত্মা গান্ধী (ভারত, 30 জানুয়ারি)

1951 খ্রিস্টাব্দ

আব্দুল্লাহ ইবন হসেন (জর্ডানের রাজা), লিয়াকৎ আলি খান (পাকিস্তানের প্রধানমন্ত্রী)

1959 খ্রিষ্টাব্দ

সলমন বন্দরনায়েক (শ্রীলংকার প্রধানমন্ত্রী)

1963 খ্রিস্টাব্দ

জন এফ কেনেডি (34 তম মার্কিন রাষ্ট্রপতি), নগো দিয়া দিয়েমে (দক্ষিণ ভিয়েতনামের রাষ্ট্রপতি)

1965 খ্রিস্টাব্দ

হাসান আলী মুনসুর (ইরানের রাষ্ট্রপতি)

1968 খ্রিস্টাব্দ

মার্টিন লুথার কিং (মার্কিন নিগ্রো নেতা, 4 এপ্রিল)

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

1973 খ্রিস্টাব্দ

সালভাদর অ্যালেন্দি (চিলি রাষ্ট্রপতি)

1975 খ্রিষ্টাব্দ

শেখ মুজিবুর রহমান (বাংলাদেশের রাষ্ট্রপতি)

1977 খ্রিস্টাব্দ

মার্টিন নাগউয়াবি (কঙ্গোর রাষ্ট্রপতি)

1979 খ্রিস্টাব্দ

পার্ক চেং হি (দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি)

1981 খ্রিস্টাব্দ

আনোয়ার আল সাদাত (মিশরের রাষ্ট্রপতি), জিয়া উর রহমান (বাংলাদেশের রাষ্ট্রপতি)

1984 খ্রিস্টাব্দ

ইন্দিরা গান্ধী (ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী)

1986 খ্রিস্টাব্দ

ওলফ পামে (সুইডেনের প্রধানমন্ত্রী)

1991 খ্রিষ্টাব্দ

রাজীব গান্ধী (ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, 21 মে)

1993 খ্রিস্টাব্দ

রণসিংহ প্রেমদাস (শ্রীলংকা রাষ্ট্রপতি)

 


বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক হত্যা ও সাল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ