সুপ্রিম কোর্টের সমস্ত প্রধান বিচারপতি ও কার্যকাল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের কার্যকাল তালিকা পিডিএফ ডাউনলোড | All Chief Justice Of Supreme Court Bengali PDF


সুপ্রিম-কোর্টের-সমস্ত-প্রধান-বিচারপতি-pdf
সুপ্রিম কোর্টের সমস্ত প্রধান বিচারপতি PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের সমস্ত প্রধান বিচারপতিদের কার্যকাল তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বিভিন্ন সময়ে কোন কোন বিখ্যাত ব্যক্তি, কত বছর যাবত আসীন ছিলেন (কার্যকাল) সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে সুপ্রিম কোর্টের সমস্ত প্রধান বিচারপতি ও কার্যকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

সুপ্রিম কোর্টের সমস্ত প্রধান বিচারপতি ও কার্যকাল সম্পূর্ণ তালিকা


বিচারপতি

কার্যকাল

এইচ জে কেনিয়া (প্রথম)

1950-1951

পতঞ্জলি শাস্ত্রী

1951-1954

মোহার চাঁদ মহাজন

1954-1954

বি কে মুখার্জি

1955-1956

এস আর দাস

1956-1959

বি পি সিন্হা

1969-1964

পি বি গজেন্দ্র গারকার

1964-1966

কে সরকার

1966-1966

কে শোভারাও

1966-1967

কে এন ওয়াংচু

1967-1968

এম হিদায়াতুউল্লাহ

1968-1970

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

জে সি সাহো

1970-1971

এস এম শিকারি

1971-1973

এন রায়

1973-1977

এম এইচ বেগ

1977-1978

ওয়াই ভি চন্দ্রচূড়

1978-1985

পি এন ভগবতী

1985-1986

আর এস পাঠক

1986-1989

ওয়াই এস ভেঙ্কাটরমাইয়া

1989 (জুন ডিসেম্বর)

সব্যসাচী মুখার্জি

1989-1990

রঙ্গনাথ মিশ্র

1990-1991

কে এন সিংহ

1991-1991

এম এইচ কানিয়া

1991-1992

এল এম শর্মা

1992-1993

এম এন ভেঙ্কাটচিলাইয়া

1993-1994

আজিজ মুসাব্বর আহমেদ

1994-1997

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জে এস ভর্মা

1997-1998

এম এস পুঞ্জি

1998-1998

আদর্শ শেণি আনন্দ

1998-2001

এস পি বারুচ

2001-2002

ভূপিন্দর নাথ কিরপাল

2002-2002

গোপাল বল্লভ পট্টনায়েক

2002-2002

ভি এন খারে

2003-2004

এস রাজেন্দ্রবাবু

2004-2004

রমেশ চন্দ্র লাহটি

2004-2005

ওয়াই কে সাভারওয়াল

2005-2007

কে জি বালকৃষ্ণন

2007-2010

সরস হোমি কাপাডিয়া

2010-2012

আলতামাস কবির

2012-2013

পি সত্যশিবম

2013-2014

রাজেন্দ্রমাল লোধা

2014-2014

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ইন্দিয়ালা লক্ষীনারায়ন স্বামী দাত্তু

2014-2015

তীরথ সিং ঠাকুর

2015-2016

জে এস খেহার

2016-2017

দীপক মিশ্র

2017-2018

রঞ্জন গগৈ

2018-2019

সরোদ অরবিন্দ ববদে

2019-2021

এন ভি রমনা

2021- বর্তমান


সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও কার্যকাল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


▶️নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ