উদ্ভিদের গুরুত্বপূর্ণ রেচন পদার্থের উৎস ও ব্যবহার তালিকা [PDF] | Sopoth.in

উদ্ভিদের গুরুত্বপূর্ণ রেচন পদার্থের উৎস ও অর্থনৈতিক গুরুত্ব | Economic Importance Of Plants Excretory Products Bengali PDF


উদ্ভিদের-রেচন-পদার্থ-ব্যবহার-pdf
উদ্ভিদের গুরুত্বপূর্ণ রেচন পদার্থের ব্যবহার PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে উদ্ভিদের গুরুত্বপূর্ণ রেচন পদার্থের ব্যবহার তালিকা পিডিএফ শেয়ার করবো।

উদ্ভিদের উল্লেখযোগ্য বিভিন্ন রেচন পদার্থ গুলির কি কি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে ও কি কি হিসেবে ব্যবহার করা হয়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে উদ্ভিদের গুরুত্বপূর্ণ রেচন পদার্থের ব্যবহার তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

উদ্ভিদের গুরুত্বপূর্ণ রেচন পদার্থের ব্যবহার সম্পূর্ণ তালিকা


রেচন পদার্থ

ব্যবহার

গঁদ

বই বাঁধাই কাষ্ঠশিল্পে এবং জুতো তৈরিতে মেরামতিতে আঠা হিসেবে ব্যবহৃত হয়, মিষ্টান্ন, আঠা, কর্পূর ইত্যাদি প্রস্তুতিতে

রজন

গলা টারপেনটাইন কাঠে রং পালিশ করতে; ধূনা পূজা পার্বণে; হিং মিষ্টান্ন, পায়েস তৈরিতে মসলা রূপে ব্যবহৃত হয়

তরুক্ষীর

রবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুতিতে, পেঁপে গাছের তরুক্ষীরে অবস্থিত প্যাপাইন প্রোটিন পরিপাকে সহায়তা করে

ট্যানিন

ট্যানিন চামড়া শিল্পে চামড়া ট্যান করতে এবং কালি প্রস্তুতিতে ব্যবহৃত হয়

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp


উদ্ভিদের রেচন পদার্থের ব্যবহার উৎস গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ