উদ্ভিদের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ তালিকা পিডিএফ ডাউনলোড | Viral Disease In Plants Bengali PDF
| উদ্ভিদের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে উদ্ভিদের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
কোন কোন উদ্ভিদ গুরুত্বপূর্ণ কোন কোন ভাইরাস দ্বারা কি কি রোগে আক্রান্ত হয়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে উদ্ভিদের বিভিন্ন ভাইরাসঘটিত রোগ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
উদ্ভিদের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ সম্পূর্ণ তালিকা
|
ভাইরাসের নাম |
আক্রান্ত স্থান |
|
টোবাকো মোজাইক ভাইরাস |
তামাক গাছের পাতা |
|
পি মোজাইক ভাইরাস |
মটর গাছের পাতা |
|
বিন মোজাইক ভাইরাস |
শিম গাছের পাতা |
|
লেটুস মোজাইক ভাইরাস |
লেটুস শাক |
|
টমেটো বুসি ভাইরাস |
টমেটো গাছের পাতা |
|
লিভ কার্ল ভাইরাস |
পেঁপে গাছের পাতা |
|
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
|
বাঞ্চি টপ ভাইরাস |
কলাগাছের অগ্রভাগ |
|
স্টার ক্রাক ভাইরাস |
আপেল, নাশপাতি |
|
স্ট্রেক ভাইরাস |
বাজরা দানা |
উদ্ভিদের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!