মানবদেহের প্রোটোজোয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Protozoan Disease In Human Bengali PDF
মানবদেহের প্রোটোজোয়া ঘটিত রোগ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন প্রোটোজোয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
মানবদেহে বিভিন্ন প্রোটোজোয়া দ্বারা কোন কোন রোগ গুলি সংক্রমিত হয় এবং সেই প্রোটোজোয়া গুলির নাম কি, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে মানবদেহের প্রোটোজোয়া ঘটিত রোগ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
মানবদেহের প্রোটোজোয়া ঘটিত রোগ সম্পূর্ণ তালিকা
রোগ |
প্রোটোজোয়ার নাম |
বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া (Benign tertian malaria) |
Plasmodium vivax |
ম্যালিগন্যান্ট টার্সিয়ান ম্যালেরিয়া (Malignant tertian malaria) |
Plasmodium falciparum |
ওভাল ম্যালেরিয়া (Ovale malaria) |
Plasmodium ovale |
কোয়ার্টান ম্যালেরিয়া (Quartan malaria) |
Plasmodium malariae |
কালাজ্বর
(Kala azar) |
Leishmania donovani |
ঘুম রোগ (Sleeping
sickness) |
Trypanosoma gambiense |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
জিয়ারডিয়া রোগ (Giardiasis) |
Giardia intestinalis |
অ্যামিবিক ডিসেনট্রি (Amoebic dysentery) |
Entamoeba histolytica |
পায়োরিয়া (Pyorrhoea) |
Trychomonas tusox |
যননাঙ্গের প্রদাহ (Inflammation of vagina) |
Trychomonas vaginalis |
মানবদেহের প্রোটোজোয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!