মানবদেহের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ তালিকা [PDF] | Sopoth.in

মানব দেহের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Viral Disease In Human Bengali PDF


মানবদেহের-বিভিন্ন-ভাইরাস-ঘটিত-রোগ-pdf
মানবদেহের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

মানবদেহে বিভিন্ন ভাইরাস দ্বারা কোন কোন রোগ গুলি সংক্রমিত হয় এবং সেই ভাইরাস গুলির নাম কি, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে মানবদেহের ভাইরাস ঘটিত রোগ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

মানবদেহের ভাইরাস ঘটিত রোগ সম্পূর্ণ তালিকা


রোগ

ভাইরাসের নাম

গুটিবসন্ত (Small pox)

Variolla virus

জলবসন্ত (Chicken pox)

Varicella virus (Necto-phrynoidee)

হাম (Measels)

Paramyxo virus

মাম্পস (Mumps)

Paramyxo virus

পোলিও (Polio)

Entero virus

রেবিস (Rabis)

Rhabdo virus

ইনফ্লুয়েঞ্জা (Influenza)

Orthomyxo virus

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

জিকা (Zika)

Zika virus

রুবেলা (Rubella)

Rubella virus

হারপিস জোস্টার (Herpes zoster)

Varicella-zoster virus

হারপিস সিমপ্লেক্স (Herpes simplex)

Herpes simplex virus

হেপাটাইটিস বি (Hepatitis B)

Hepatitis-B virus

এইডস (AIDS)

HIV virus

করোনা (Corona)

Coronavirus/ Covid-19/ SARS-CoV-2


মানবদেহের ভাইরাস ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ