মানবদেহের বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

মানবদেহের ব্যাকটেরিয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | Bacterial Disease In Human Bengali PDF


মানবদেহের-বিভিন্ন-ব্যাকটেরিয়া-ঘটিত-রোগ-pdf
মানবদেহের ব্যাকটেরিয়া ঘটিত রোগ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে মানবদেহের বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

মানবদেহে বিভিন্ন ব্যাকটেরিয়া দ্বারা কোন কোন রোগ গুলি সংক্রমিত হয় এবং সেই ব্যাকটেরিয়া গুলির নাম কি, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে মানবদেহের ব্যাকটেরিয়া ঘটিত রোগ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

মানবদেহের ব্যাকটেরিয়া ঘটিত রোগ সম্পূর্ণ তালিকা


রোগ

ব্যাকটেরিয়ার নাম

টাইফয়েড (Typhoid)

Salmonella typhi/ typhosa

কলেরা (Cholera)

Vibrio cholarae

যক্ষা (Tuberculosis)

Myco-bacterium tuberculosis

ধনুষ্টংকার/ টিটেনাস (Tetanus)

Clostridium tetani

দিফ্থেরিয়া (Diphtheria)

Corrym-bacterium diptherae

প্লেগ (Plague)

Pasteurella pestis

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

কুষ্ঠ (Leprosy)

Myco-bacterium leprae

হুপিং কফ (Whooping cough)

Bordetella purtusis

মেনিনজাইটিস (Meningitis)

Neisseria meningitis

বাতজ্বর (Rheumatic fever)

Strepto-coccus  sp.

নিউমোনিয়া (Pneumonia)

Diplo-coccus pneumoniae

গনোরিয়া (Gonorrhea)

Neisseria gonorrhoea

ব্যাসিলারি ডিসেন্ট্রি (Bacillary dysentery)

Schigella sp.

খাদ্য বিষাক্ত করণ (Food poisoning)

Clostridium botulinum

ফোড়া/ ক্ষত (Boil or wound)

Staphylo-coccus auraus

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram


মানবদেহের ব্যাকটেরিয়া ঘটিত রোগ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ