ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা পিডিএফ ডাউনলোড |Major Hydroelectric Power Plants In India Bengali PDF


ভারতের-জলবিদ্যুৎ-কেন্দ্র-সমূহ-pdf
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র গুলি কোন কোন রাজ্যে ও কোন নদীর উপরে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ সম্পূর্ণ তালিকা


জলবিদ্যুৎ কেন্দ্র

রাজ্য

যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তর প্রদেশ

গঙ্গা ক্যানাল জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তর প্রদেশ

মাতাটিলা জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তর প্রদেশ

ওবরা জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তর প্রদেশ

খতিম বিদ্যুৎ কেন্দ্র

উত্তরাখণ্ড

তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তরাখণ্ড

মনেরীভ্যালি জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তরাখণ্ড

রামগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তরাখণ্ড

ছিল্লা জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তরাখণ্ড

রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র

উত্তরাখণ্ড

গিরি বাটা জলবিদ্যুৎ কেন্দ্র

হিমাচল প্রদেশ

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

সঞ্জয় (ভাবা) জলবিদ্যুৎ কেন্দ্র

হিমাচল প্রদেশ

ন্যাপথাঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র

হিমাচল প্রদেশ

বাইরা সিউল জলবিদ্যুৎ কেন্দ্র

হিমাচল প্রদেশ

বাসশি জলবিদ্যুৎ কেন্দ্র

হিমাচল প্রদেশ

রোংটাং জলবিদ্যুৎ কেন্দ্র

হিমাচল প্রদেশ

কয়না জলবিদ্যুৎ কেন্দ্র

মহারাষ্ট্র

টাটা জলবিদ্যুৎ কেন্দ্র

মহারাষ্ট্র

তুঙ্গভদ্রা জলবিদ্যুৎ কেন্দ্র

মহারাষ্ট্র

পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র

ঝাড়খন্ড

মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র

ঝাড়খন্ড

তিলাইয়া জলবিদ্যুৎ কেন্দ্র

ঝাড়খন্ড

কুশি জলবিদ্যুৎ কেন্দ্র

বিহার

সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র

বিহার

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

রংগিত জলবিদ্যুৎ কেন্দ্র

সিকিম

লাগুআপ জলবিদ্যুৎ কেন্দ্র

সিকিম

নিম্ন লাগিয়াপ জলবিদ্যুৎ কেন্দ্র

সিকিম

মুচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র

অন্ধ্রপ্রদেশ

নিম্ন সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্র

অন্ধ্রপ্রদেশ

নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র

অন্ধ্রপ্রদেশ

সৃশাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র

তেলেঙ্গানা

নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র

তেলেঙ্গানা

সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র

কর্ণাটক

যোগ জলবিদ্যুৎ কেন্দ্র

কর্ণাটক

ভদ্রা জলবিদ্যুৎ কেন্দ্র

কর্ণাটক

শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র

কর্ণাটক

কালিন্দী জলবিদ্যুৎ কেন্দ্র

কর্ণাটক

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

পেরিয়ার জলবিদ্যুৎ কেন্দ্র

তামিলনাড়ু

মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র

তামিলনাড়ু

কুন্তা জলবিদ্যুৎ কেন্দ্র

তামিলনাড়ু

সোলাইয়ার জলবিদ্যুৎ কেন্দ্র

কেরালা

পল্লীভাসাল জলবিদ্যুৎ কেন্দ্র

কেরালা

ইড্ডুকি জলবিদ্যুৎ কেন্দ্র

কেরালা

হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র

উড়িষ্যা

চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্র

উড়িষ্যা

রেঙ্গলি জলবিদ্যুৎ কেন্দ্র

উড়িষ্যা

ম্যাসেঞ্জার জলবিদ্যুত কেন্দ্র

পশ্চিমবঙ্গ

বালাসন জলবিদ্যুৎ কেন্দ্র

পশ্চিমবঙ্গ

জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র

পশ্চিমবঙ্গ

সালাল জলবিদ্যুৎ কেন্দ্র

জম্মু-কাশ্মীর

নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ কেন্দ্র

জম্মু-কাশ্মীর

গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র

ত্রিপুরা

ধলেশ্বরী জলবিদ্যুৎ কেন্দ্র

মিজোরাম

খানদোঙ জলবিদ্যুৎ কেন্দ্র

মেঘালয়

লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র

মনিপুর


ভারতের প্রধান সমস্ত জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ