ভারতের প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা পিডিএফ ডাউনলোড |Major Hydroelectric Power Plants In India Bengali PDF
ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ সম্পূর্ণ তালিকা
জলবিদ্যুৎ কেন্দ্র |
রাজ্য |
যমুনা জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তর প্রদেশ |
গঙ্গা ক্যানাল জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তর প্রদেশ |
মাতাটিলা জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তর প্রদেশ |
ওবরা জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তর প্রদেশ |
খতিম বিদ্যুৎ কেন্দ্র |
উত্তরাখণ্ড |
তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তরাখণ্ড |
মনেরীভ্যালি জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তরাখণ্ড |
রামগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তরাখণ্ড |
ছিল্লা জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তরাখণ্ড |
রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র |
উত্তরাখণ্ড |
গিরি বাটা জলবিদ্যুৎ কেন্দ্র |
হিমাচল প্রদেশ |
হোয়াটসাপে যুক্ত হও👉 |
|
সঞ্জয় (ভাবা) জলবিদ্যুৎ কেন্দ্র |
হিমাচল প্রদেশ |
ন্যাপথাঝাকরি জলবিদ্যুৎ কেন্দ্র |
হিমাচল প্রদেশ |
বাইরা সিউল জলবিদ্যুৎ কেন্দ্র |
হিমাচল প্রদেশ |
বাসশি জলবিদ্যুৎ কেন্দ্র |
হিমাচল প্রদেশ |
রোংটাং জলবিদ্যুৎ কেন্দ্র |
হিমাচল প্রদেশ |
কয়না জলবিদ্যুৎ কেন্দ্র |
মহারাষ্ট্র |
টাটা জলবিদ্যুৎ কেন্দ্র |
মহারাষ্ট্র |
তুঙ্গভদ্রা জলবিদ্যুৎ কেন্দ্র |
মহারাষ্ট্র |
পাঞ্চেত জলবিদ্যুৎ কেন্দ্র |
ঝাড়খন্ড |
মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র |
ঝাড়খন্ড |
তিলাইয়া জলবিদ্যুৎ কেন্দ্র |
ঝাড়খন্ড |
কুশি জলবিদ্যুৎ কেন্দ্র |
বিহার |
সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র |
বিহার |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
রংগিত জলবিদ্যুৎ কেন্দ্র |
সিকিম |
লাগুআপ জলবিদ্যুৎ কেন্দ্র |
সিকিম |
নিম্ন লাগিয়াপ জলবিদ্যুৎ কেন্দ্র |
সিকিম |
মুচকুন্দ জলবিদ্যুৎ কেন্দ্র |
অন্ধ্রপ্রদেশ |
নিম্ন সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্র |
অন্ধ্রপ্রদেশ |
নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র |
অন্ধ্রপ্রদেশ |
সৃশাইলাম জলবিদ্যুৎ কেন্দ্র |
তেলেঙ্গানা |
নিজাম সাগর জলবিদ্যুৎ কেন্দ্র |
তেলেঙ্গানা |
সরাবতী জলবিদ্যুৎ কেন্দ্র |
কর্ণাটক |
যোগ জলবিদ্যুৎ কেন্দ্র |
কর্ণাটক |
ভদ্রা জলবিদ্যুৎ কেন্দ্র |
কর্ণাটক |
শিবসমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র |
কর্ণাটক |
কালিন্দী জলবিদ্যুৎ কেন্দ্র |
কর্ণাটক |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
পেরিয়ার জলবিদ্যুৎ কেন্দ্র |
তামিলনাড়ু |
মেত্তুর জলবিদ্যুৎ কেন্দ্র |
তামিলনাড়ু |
কুন্তা জলবিদ্যুৎ কেন্দ্র |
তামিলনাড়ু |
সোলাইয়ার জলবিদ্যুৎ কেন্দ্র |
কেরালা |
পল্লীভাসাল জলবিদ্যুৎ কেন্দ্র |
কেরালা |
ইড্ডুকি জলবিদ্যুৎ কেন্দ্র |
কেরালা |
হিরাকুদ জলবিদ্যুৎ কেন্দ্র |
উড়িষ্যা |
চিপলিমা জলবিদ্যুৎ কেন্দ্র |
উড়িষ্যা |
রেঙ্গলি জলবিদ্যুৎ কেন্দ্র |
উড়িষ্যা |
ম্যাসেঞ্জার জলবিদ্যুত কেন্দ্র |
পশ্চিমবঙ্গ |
বালাসন জলবিদ্যুৎ কেন্দ্র |
পশ্চিমবঙ্গ |
জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র |
পশ্চিমবঙ্গ |
সালাল জলবিদ্যুৎ কেন্দ্র |
জম্মু-কাশ্মীর |
নিম্ন ঝিলাম জলবিদ্যুৎ কেন্দ্র |
জম্মু-কাশ্মীর |
গোমতী জলবিদ্যুৎ কেন্দ্র |
ত্রিপুরা |
ধলেশ্বরী জলবিদ্যুৎ কেন্দ্র |
মিজোরাম |
খানদোঙ জলবিদ্যুৎ কেন্দ্র |
মেঘালয় |
লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র |
মনিপুর |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!