ভারতের সমস্ত জলপ্রপাত সমূহ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ সম্পূর্ণ তালিকা পিডিএফ ডাউনলোড | All Waterfalls In India Bengali PDF


ভারতের-বিখ্যাত-জলপ্রপাত-সমূহ-pdf
ভারতের বিখ্যাত জলপ্রপাত সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত জলপ্রপাত সমূহ তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিভিন্ন উল্লেখযোগ্য জলপ্রপাত গুলি কোন কোন রাজ্যে অবস্থান করছে, কোন কোন নদীর জলে পুষ্ট এবং তাদের উচ্চতা কত, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিখ্যাত সমস্ত জলপ্রপাত সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিখ্যাত জলপ্রপাত সমূহ সম্পূর্ণ তালিকা


জলপ্রপাত (উচ্চতা- মিটার)

রাজ্য

কুঞ্চিকল জলপ্রপাত (455)

কর্ণাটক

যোগ/ গেরসোপ্পা জলপ্রপাত (253)

কর্ণাটক

গোকাক জলপ্রপাত (52)

কর্ণাটক

বরকনা জলপ্রপাত (259)

কর্ণাটক

শিবসমুদ্রম জলপ্রপাত (98)

কর্ণাটক

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

মগোদ জলপ্রপাত (198)

কর্ণাটক

উনচালি জলপ্রপাত (116)

কর্ণাটক

হেব্বে জলপ্রপাত (168)

কর্ণাটক

কালহাট্টি জলপ্রপাত (122)

কর্ণাটক

কেপ্পা জলপ্রপাত (116)

কর্ণাটক

কোসালি জলপ্রপাত (116)

কর্ণাটক

ডাব্বে জলপ্রপাত (110)

কর্ণাটক

কুদুমারি বা বেলিগুন্ডি বা চাকতিকাল জলপ্রপাত (91)

কর্ণাটক

মুথাইয়ালা মাদুভু জলপ্রপাত (91)

কর্ণাটক

ভাজরাই জলপ্রপাত (260)

মহারাষ্ট্র

সহস্রকুণ্ড জলপ্রপাত (50)

মহারাষ্ট্র

থসেঘর জলপ্রপাত (200)

মহারাষ্ট্র

কুনে জলপ্রপাত (200)

মহারাষ্ট্র

পান্ডবগড় জলপ্রপাত (107)

মহারাষ্ট্র

দশম জলপ্রপাত (336)

ঝাড়খন্ড

হুড্রু জলপ্রপাত (98)

ঝাড়খন্ড

জোনহা জলপ্রপাত (43)

ঝাড়খন্ড

নিম্ন ঘর্ঘড়ি জলপ্রপাত (98)

ঝাড়খন্ড

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

বাহুতি জলপ্রপাত (198)

মধ্যপ্রদেশ

ধুয়াধার জলপ্রপাত (30)

মধ্যপ্রদেশ

চাচাই জলপ্রপাত (130)

মধ্যপ্রদেশ

কপিলধারা জলপ্রপাত (100)

 

মধ্যপ্রদেশ

কেওতি জলপ্রপাত (130)

মধ্যপ্রদেশ

রজত জলপ্রপাত (107)

মধ্যপ্রদেশ

গাথা জলপ্রপাত (91)

মধ্যপ্রদেশ

অথিরাপ্পিল্লি জলপ্রপাত (25)

কেরালা

মিনামুট্টি জলপ্রপাত (300)

কেরালা

ভাঝাচল জলপ্রপাত (25)

কেরালা

অমৃতধারা জলপ্রপাত (90)

ছত্রিশগড়

চিত্রকূট জলপ্রপাত (29)

ছত্রিশগড়

তিরথগড় জলপ্রপাত (91)

ছত্রিশগড়

কিনরেম জলপ্রপাত (305)

মেঘালয়

নোহকালিকাই জলপ্রপাত (340)

মেঘালয়

নোহসনগিথিয়াং জলপ্রপাত (315)

মেঘালয়

বিয়াদন জলপ্রপাত (120)

মেঘালয়

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

লাংশিয়াং জলপ্রপাত (85)

মেঘালয়

বিশপ জলপ্রপাত (135)

মেঘালয়

বারেহীপানি জলপ্রপাত (399)

ওড়িশা

ডুডুমা জলপ্রপাত (157)

ওড়িশা

খান্দাধার জলপ্রপাত (244)

ওড়িশা

যোরানডা জলপ্রপাত (181)

ওড়িশা

থালাইয়ার জলপ্রপাত (297)

তামিলনাড়ু

হোগেনাক্কাল জলপ্রপাত (20)

তামিলনাড়ু

আগায়া গঙ্গাই জলপ্রপাত (92)

তামিলনাড়ু

কিলিউর জলপ্রপাত (91)

তামিলনাড়ু

ইথিপোথালা জলপ্রপাত (21)

অন্ধ্রপ্রদেশ

তালাকোনা জলপ্রপাত (82)

অন্ধ্রপ্রদেশ

দুধসাগর জলপ্রপাত (310)

গোয়া কর্ণাটক

ভানতাওয়াং জলপ্রপাত (229)

মিজোরাম

বসুধারা জলপ্রপাত (120)

উত্তরাখণ্ড

নিনাই জলপ্রপাত (9)

গুজরাট

অহর্বল জলপ্রপাত (32)

জম্মু কাশ্মীর

পালানি জলপ্রপাত (150)

ঝাড়খন্ড

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

লোধ জলপ্রপাত (143)

ঝাড়খন্ড

বুন্দলা জলপ্রপাত (100)

বিহার

কাকোলাত জলপ্রপাত (50)

বিহার


ভারতের সমস্ত জলপ্রপাত সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ