ভারতের বিভিন্ন রাজ্যের উল্লেখযোগ্য কয়লা খনি তালিকা [PDF] | Sopoth.in

ভারতের উল্লেখযোগ্য কয়লা খনি তালিকা পিডিএফ ডাউনলোড | Important Coal Mines Of India Bengali PDF


ভারতের-উল্লেখযোগ্য-কয়লা-খনি-pdf
ভারতের উল্লেখযোগ্য কয়লা খনি PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে ভারতের বিভিন্ন রাজ্যের কয়লা খনি তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের উল্লেখযোগ্য বিভিন্ন কয়লা খনি গুলি কোন কোন রাজ্যে অবস্থান করছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে ভারতের বিভিন্ন কয়লা খনি তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

ভারতের বিভিন্ন রাজ্যের কয়লা খনি সম্পূর্ণ তালিকা


রাজ্য

কয়লা খনি

পশ্চিমবঙ্গ

আসানসোল, রানীগঞ্জ, পোনাটি, দিসেরগড়

ঝাড়খন্ড

বোকারো ডালটনগঞ্জ রামগড় ঝরিয়া গিরিডি রাজমহল করণপুরা

ওড়িশা

সুন্দর্গড় তালচের সম্বলপুর রামপুর

ছত্রিশগড়

রায়গর ঝিলিমিলি করবা হাসদা রামপুর পেঞ্চকাহনন

অন্ধ্রপ্রদেশ

সিঙ্গারেনি, জলগাঁও, তান্দুর, কানাল্লা

মধ্যপ্রদেশ

মোপানি, দুলাহারা

মহারাষ্ট্র

ওয়ার্ধা, বল্লারপুর, চন্দা, কাম্পাতি

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp


বিভিন্ন রাজ্যের কয়লা খনি তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ