পৃথিবীর বিভিন্ন উপজাতিদের বাসস্থান তালিকা [PDF] | Sopoth.in

পৃথিবীর বিভিন্ন উপজাতিদের অবস্থান তালিকা পিডিএফ ডাউনলোড | World's Important Tribes And Their Homelands Bengali PDF


পৃথিবীর-বিভিন্ন-উপজাতির-অবস্থান-pdf
পৃথিবীর বিভিন্ন উপজাতিদের বাসস্থান PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে পৃথিবীর বিভিন্ন উপজাতিদের বাসস্থান তালিকা পিডিএফ শেয়ার করবো।

পৃথিবীর উল্লেখযোগ্য বিভিন্ন উপজাতি গুলি পৃথিবীর কোন কোন স্থানে অবস্থান করছে অর্থাৎ তাদের বাসস্থান সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে পৃথিবীর বিভিন্ন উপজাতিদের অবস্থান তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

পৃথিবীর বিভিন্ন উপজাতির বাসস্থান সম্পূর্ণ তালিকা


উপজাতি

বাসস্থান

এস্কিমো

গ্রীনল্যান্ড কানাডার তুন্দ্রা অঞ্চল

মাসাই

পূর্ব আফ্রিকা

টার্টার

সাইবেরিয়া

বান্টু

মধ্য দক্ষিণ আফ্রিকা

বার্বার

আলজেরিয়া, টিউনিশিয়া, মরক্কো

বেদুইন

আফ্রিকা

রেড ইন্ডিয়ান

উত্তর আমেরিকা

অ্যাবঅরিজিন

অস্ট্রেলিয়া

ফিন

ইউরোপের তুন্দ্রা অঞ্চল

ল্যাপ

ইউরোপের তুন্দ্রা অঞ্চল

ভেদ্দা

শ্রীলংকা

পাপুয়ান

নিউগিনি

গৌচ

আর্জেন্টিনা, উরুগুয়ে

কিকুয়ু

কেনিয়া

পিগমি

কঙ্গো (জাইরে), বেসিন

মাওরি

নিউজিল্যান্ড

কিরঘিজ

এশিয়ার স্তেপ অঞ্চল

বিন্দিবু

পশ্চিম অস্ট্রেলিয়া

হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp


পৃথিবীর বিভিন্ন উপজাতিদের অবস্থান তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ