বিভিন্ন খনিজ পদার্থ উৎপাদনে প্রথম দেশ তালিকা পিডিএফ ডাউনলোড | Different Minerals And Largest Producing Countries Bengali PDF
বিভিন্ন খনিজের বৃহত্তম উৎপাদক দেশ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খনিজ উৎপাদনে প্রথম দেশ তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন খনিজ দ্রব্য গুলি উৎপাদনে পৃথিবীতে কোন কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে বিভিন্ন খনিজের বৃহত্তম উৎপাদক দেশ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন খনিজের প্রথম উৎপাদক দেশ সম্পূর্ণ তালিকা
উৎপাদিত খনিজ |
প্রথম দেশ |
সোনা |
চীন |
রুপা |
মেক্সিকো |
প্লাটিনাম |
দক্ষিণ আফ্রিকা |
হীরা |
রাশিয়া |
অ্যালুমিনিয়াম |
চীন |
তামা |
চিলি |
লৌহ আকরিক |
অস্ট্রেলিয়া |
ম্যাঙ্গানিজ |
দক্ষিণ আফ্রিকা |
কয়লা |
চীন |
হোয়াটসঅ্যাপে যুক্ত হও👉 |
|
দস্তা |
চীন |
সিসা |
চীন |
টিন |
চীন |
গ্রাফাইট |
চীন |
পেট্রোলিয়াম |
মার্কিন যুক্তরাষ্ট্র |
বিভিন্ন খনিজ দ্রব্য উৎপাদনে প্রথম দেশ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!