পশ্চিমবঙ্গের প্রধান নদ-নদী সমূহ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহের দৈর্ঘ্য, উৎস, পতন ও উপনদী তালিকা পিডিএফ ডাউনলোড | Major Rivers Of West Bengal Bengali PDF


পশ্চিমবঙ্গের-প্রধান-নদী-সমূহ-তালিকা-পিডিএফ
পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

পশ্চিমবঙ্গের প্রধান প্রধান নদী সমূহের উৎস, দৈর্ঘ্য, পতন স্থল ও উপনদী সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে পশ্চিমবঙ্গের প্রধান নদ - নদী সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহ সম্পূর্ণ তালিকা


নিচে তালিকায় শুধুমাত্র নদীর দৈর্ঘ্য ও উপনদী দেওয়া হল, নদীর উৎস ও পতন সম্পর্কিত সমস্ত তথ্যপূর্ণ তালিকা পিডিএফ নিচে দেওয়া হল:


নদ/ নদী (দৈর্ঘ্যকিমি)

উপনদী/ শাখা নদী

গঙ্গা (পশ্চিমবঙ্গে 530)

পদ্মা, মাথাভাঙ্গা, ইছামতি, চূর্ণী, জলঙ্গি, মাতলা, ভৈরব, ময়ূরাক্ষী, কংসাবতী, শিলাই

দামোদর (492)

বরাকর, কোনর, বোকারো, মুন্ডেশ্বরী, আয়ার

তিস্তা (414)

লাচেন, লাঙচু, ডিকচু, রঙ্গিচু, রঙ্গীত, রংপো, রেলি, নিশ, ঘিশ, চেল, নেওরা, করলা

হোয়াটসাপে যুক্ত হও

Sopoth.in WhatsApp

সুবর্ণরেখা (413)

শঙ্খ, রুপাই, সাপুলিনালা, ডুলুং

মহানন্দা (370)

পুনর্ভবা, বালাসন, ডাউক, ফুলহার, বারসই, মেচি

রায়ডাক (370)

দীপা

কংসাবতী (336)

কুমারী, পাটলো, বান্দু

তোর্সা (295)

মালেঙ্গী, বেলা, সুনজাই

অজয় (267)

কুনুর, তুমুনি, হিংলা

টেলিগ্রামে যুক্ত হও

Sopoth.in Telegram

ময়ুরাক্ষী (250)

ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই

জলঢাকা (236)

ধরলা, ডোলং, ডায়না, গিধারি

শংকোশ/ কালজানি (107)

গদাধর, চেকো, নেনাই


পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য নদী সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ