পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহের দৈর্ঘ্য, উৎস, পতন ও উপনদী তালিকা পিডিএফ ডাউনলোড | Major Rivers Of West Bengal Bengali PDF
পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
পশ্চিমবঙ্গের প্রধান নদী সমূহ সম্পূর্ণ তালিকা
নিচে তালিকায় শুধুমাত্র নদীর দৈর্ঘ্য ও উপনদী দেওয়া হল, নদীর উৎস ও পতন সম্পর্কিত সমস্ত তথ্যপূর্ণ তালিকা পিডিএফ নিচে দেওয়া হল:
নদ/ নদী (দৈর্ঘ্য – কিমি) |
উপনদী/ শাখা নদী |
গঙ্গা (পশ্চিমবঙ্গে 530) |
পদ্মা, মাথাভাঙ্গা, ইছামতি, চূর্ণী, জলঙ্গি, মাতলা, ভৈরব, ময়ূরাক্ষী, কংসাবতী, শিলাই |
দামোদর (492) |
বরাকর, কোনর, বোকারো, মুন্ডেশ্বরী, আয়ার |
তিস্তা (414) |
লাচেন, লাঙচু, ডিকচু, রঙ্গিচু, রঙ্গীত, রংপো, রেলি, নিশ, ঘিশ, চেল, নেওরা, করলা |
হোয়াটসাপে যুক্ত হও |
|
সুবর্ণরেখা (413) |
শঙ্খ, রুপাই, সাপুলিনালা, ডুলুং |
মহানন্দা (370) |
পুনর্ভবা, বালাসন, ডাউক, ফুলহার, বারসই, মেচি |
রায়ডাক (370) |
দীপা |
কংসাবতী (336) |
কুমারী, পাটলো, বান্দু |
তোর্সা (295) |
মালেঙ্গী, বেলা, সুনজাই |
অজয় (267) |
কুনুর, তুমুনি, হিংলা |
টেলিগ্রামে যুক্ত হও |
|
ময়ুরাক্ষী (250) |
ব্রাহ্মণী, দ্বারকা, বক্রেশ্বর, কোপাই |
জলঢাকা (236) |
ধরলা, ডোলং, ডায়না, গিধারি |
শংকোশ/ কালজানি (107) |
গদাধর, চেকো, নেনাই |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!