ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা [PDF] | Sopoth.in

ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা পিডিএফ ডাউনলোড | All International Airports In India Bengali PDF


ভারতের-সমস্ত-আন্তর্জাতিক-বিমানবন্দর-তালিকা-পিডিএফ
ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের বিভিন্ন রাজ্যের কোথায় কোথায় গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দর গুলি অবস্থান করছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ভারতের সমস্ত আন্তর্জাতিক বিমানবন্দর সম্পূর্ণ তালিকা


বিমানবন্দর

রাজ্য

নেতাজি সুভাষচন্দ্র বোস বিমান বন্দর

দমদম, পশ্চিমবঙ্গ

বাগডোগরা বিমানবন্দর

শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ

লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর

গুয়াহাটি, আসাম

ইম্ফল বিমানবন্দর

ইম্ফল, মণিপুর

গয়া বিমানবন্দর

গয়া, বিহার

দেওঘর বিমানবন্দর

দেওঘর, বিহার

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

জয়প্রকাশ নারায়ণ বিমানবন্দর

পাটনা, বিহার

বিরসা মুন্ডা বিমানবন্দর

রাঁচি, ঝাড়খন্ড

বিজু পট্টনায়ক বিমান বন্দর

ভুবনেশ্বর, ওড়িশা

বিশাখাপত্তনম বিমান বন্দর

বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ

বিজয়ওয়াড়া বিমানবন্দর

বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ

রাজীব গান্ধী বিমানবন্দর

হায়দ্রাবাদ, তেলেঙ্গানা

চেন্নাই বিমানবন্দর

চেন্নাই, তামিলনাড়ু

কোয়েম্বাটুর বিমানবন্দর

কোয়েম্বাটুর, তামিলনাড়ু

তিরুচিরাপল্লী বিমানবন্দর

তিরুচিরাপল্লী, তামিলনাড়ু

মাদুরাই বিমানবন্দর

মাদুরাই, তামিলনাড়ু

কোচি বিমানবন্দর

কচি, কেরালা

কালিকট বিমানবন্দর

কোজিকোড, কেরালা

কুন্নুর বিমানবন্দর

মাত্তানুর, কেরালা

তিরুবন্তপুরম বিমানবন্দর

তিরুবন্তপুরম, কেরালা

দাবলিম বিমানবন্দর

দাবলিম, গোয়া

ছত্রপতি শিবাজী বিমানবন্দর

মুম্বাই, মহারাষ্ট্র

ডক্টর বাবাসাহেব বিমানবন্দর

নাগপুর, মহারাষ্ট্র

কেম্পেগৌদা বিমানবন্দর

ব্যাঙ্গালোর, কর্ণাটক

ম্যাঙ্গালোর বিমানবন্দর

ম্যাঙ্গালোর, কর্ণাটক

সরদার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর

আমেদাবাদ, গুজরাট

দেবী ঐহিল্যবাই হোলকার বিমানবন্দর

ইন্দোর, মধ্যপ্রদেশ

রাজাভোজ বিমানবন্দর

ভোপাল, মধ্যপ্রদেশ

লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দর

বারানসি, উত্তর প্রদেশ

চৌধুরী চরন সিং বিমানবন্দর

লখ্নৌ, উত্তর প্রদেশ

জয়পুর বিমানবন্দর

জয়পুর, রাজস্থান

ইন্দিরা গান্ধী বিমানবন্দর

পালাম, নিউ দিল্লি

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

শ্রীগুরু রামদাসজি বিমানবন্দর

অমৃতসর, পাঞ্জাব

শেখ উল আলম বিমানবন্দর

শ্রীনগর, জম্মু-কাশ্মীর

ভীর সভারকার বিমানবন্দর

পোর্ট ব্লেয়ার, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ


ভারতের আন্তর্জাতিক বিমান বন্দর সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ