ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী তালিকা [PDF] | Sopoth.in

ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রণালী তালিকা পিডিএফ ডাউনলোড | Dividing Lines In Europe Bengali PDF

 

ইউরোপ-মহাদেশের-বিভিন্ন-প্রণালী-তালিকা-পিডিএফ
ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী PDF

🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী তালিকা পিডিএফ শেয়ার করবো।

ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রণালী সমূহ কোন কোন স্থানের মধ্যে যোগসূত্র স্থাপন করেছে ও কোন কোন স্থানকে পৃথক করেছে, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ইউরোপ মহাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রণালী সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ইউরোপ মহাদেশের উল্লেখযোগ্য প্রণালী সম্পূর্ণ তালিকা


প্রণালী

বিচ্ছিন্ন করেছে

জিব্রাল্টার প্রণালী (ভূমধ্যসাগরের চাবি)

ইউরোপ আফ্রিকা

মেসিনা প্রণালী

সিসিলি ইতালির মূল ভূখণ্ড

ডোভার প্রণালী

ফ্রান্স ইংল্যান্ড

কার্চ প্রণালী

কার্চ (ইউক্রেন) রাশিয়া

হোয়াটসাপে যুক্ত হও👉

Sopoth.in WhatsApp

বসফরাস প্রণালী

ইস্তানবুল আনাতোলিয়া উপদ্বীপ (তুরস্ক)

দার্দোনেলিশ প্রণালী

বলকান উপদ্বীপ থ্যানাটোলিয়া উপদ্বীপ

অট্রান্টো প্রণালী

ইতালি বলকান উপদ্বীপ

বনিফেশিয়া প্রণালী

সার্ডিনিয়া দ্বীপ (ইতালি) কর্সিকা (ফ্রান্স)


ইউরোপ মহাদেশের বিভিন্ন প্রণালী গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ