ইতিহাসের বিখ্যাত যুদ্ধ ও সাল গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

ইতিহাসের বিখ্যাত বিভিন্ন যুদ্ধ ও সাল তালিকা পিডিএফ ডাউনলোড | Famous Wars In History Bengali PDF


ইতিহাসের-বিখ্যাত-যুদ্ধ-ও-সাল-তালিকা-পিডিএফ
ইতিহাসের বিখ্যাত বিভিন্ন যুদ্ধ ও সাল PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে ইতিহাসের বিখ্যাত যুদ্ধ ও সাল তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারত তথা বিশ্বের ইতিহাসে গুরুত্বপূর্ণ বিভিন্ন যুদ্ধের সাল, বিজয়ী পক্ষ ও প্রতিপক্ষ সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে ইতিহাসের বিখ্যাত যুদ্ধ ও সাল সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

ইতিহাসের উল্লেখযোগ্য যুদ্ধ ও সাল সম্পূর্ণ তালিকা


যুদ্ধ (সাল)

জয়ী/ পরাজিত

পাড়িয়ালের যুদ্ধ (642 খ্রিস্টপূর্বাব্দ)

প্রথম নরসিংহ বর্মন/ দ্বিতীয় পুলকেশী

ম্যারাথনের যুদ্ধ (490 খ্রিস্টপূর্বাব্দ)

এথেন্স / পারস্য

পেলোপনেসিয় যুদ্ধ (431-421 খ্রিস্টপূর্বাব্দ)

স্পার্টা/ এথেন্স

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

হিদাসপিসের যুদ্ধ (326 খ্রিস্টপূর্বাব্দ)

আলেকজান্ডার/ পুরু

প্রথম গ্রিক যুদ্ধ (321 খ্রিস্টপূর্বাব্দ)

চন্দ্রগুপ্ত/ গ্রিক সেনাপতি

দ্বিতীয় গ্রিক যুদ্ধ (305 খ্রিস্টপূর্বাব্দ)

চন্দ্রগুপ্ত/ সেলুকাস

কলিঙ্গ যুদ্ধ (216 খ্রিস্টপূর্বাব্দ)

অশোক/ কলিঙ্গ রাজ

প্রথম তরাইনের যুদ্ধ (1191 খ্রিস্টাব্দ)

পৃথ্বীরাজ চৌহান/ মোহাম্মদ ঘোড়ি

দ্বিতীয় তরাইনের যুদ্ধ (1192 খ্রিস্টাব্দ)

মোহাম্মদ ঘোড়ি/ পৃথ্বীরাজ চৌহান

প্রথম পানিপথের যুদ্ধ (1526 খ্রিস্টাব্দ)

বাবর/ ইব্রাহিম লোদী

খানুয়ার যুদ্ধ (1527 খ্রিস্টাব্দ)

বাবর/ রানা সংগ্রাম সিংহ

গৌড়ার যুদ্ধ (1529 খ্রিস্টাব্দ)

বাবর/ আফগান শাসক

সুরোজগড়ের যুদ্ধ (1534 খ্রিস্টাব্দ)

শেরশাহ/ মামুদ খা

চৌসার যুদ্ধ (1539 খ্রিষ্টাব্দ)

শেরশাহ/ হুমায়ুন

কনৌজের যুদ্ধ (1540 খ্রিস্টাব্দ)

শেরশাহ/ হুমায়ুন

দ্বিতীয় পানিপথের যুদ্ধ (1556 খ্রিস্টাব্দ)

হিমু/ বৈরাম খাঁ

তালিকোটার যুদ্ধ (1565 খ্রিস্টাব্দ)

বিজাপুর, গোলকুণ্ডা আহ্মদনগর সম্মিলিত বাহিনী/ বিজয়নগর

হলদিঘাটের যুদ্ধ (1576 খ্রিস্টাব্দ)

আকবর/ রানা প্রতাপ

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

ধর্মাট এর যুদ্ধ (1658 খ্রিস্টাব্দ)

ঔরঙ্গজেব/ মুরাদ

সামুগড়ের যুদ্ধ (1658 খ্রিস্টাব্দ)

ঔরঙ্গজেব/ দারা

খাজুয়ার যুদ্ধ (1659 খ্রিস্টাব্দ)

ঔরঙ্গজেব/ সুজা

দেওড়াই যুদ্ধ (1659 খ্রিস্টাব্দ)

ঔরঙ্গজেব/ দারা

জাজউ যুদ্ধ (1707 খ্রিস্টাব্দ)

প্রথম বাহাদুর শাহ/ মোহাম্মদ আজম

হায়দ্রাবাদের যুদ্ধ (1709 খ্রিস্টাব্দ)

প্রথম বাহাদুর শাহ/ মোহাম্মদ কামবক্স

সকর খেদার যুদ্ধ (1724 খ্রিস্টাব্দ)

নিজামুল মুলক/ মোবারিজ খা

ভূপালের যুদ্ধ (1737 খ্রিস্টাব্দ)

প্রথম বাজিরাও/ নিজামুল মুলক

গিরিয়ার যুদ্ধ (1740 খ্রিস্টাব্দ)

আলীবর্দী খাঁ/ সরফরাজ খান

প্রথম কর্ণাটকের যুদ্ধ (1746 – 48 খ্রিস্টাব্দ)

চাঁদাসাহেব ফরাসি বাহিনী/ ইংরেজ নিজাম আনোয়ার উদ্দিন

দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ (1749 – 54 খ্রিস্টাব্দ)

ইংরেজ নিজাম আনোয়ার উদ্দিন/ চাঁদা সাহেব ফরাসি বাহিনী

তৃতীয় কর্ণাটকের যুদ্ধ (1756 – 61 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ ফরাসি

সপ্তবর্ষব্যাপী যুদ্ধ (1756 – 63 খ্রিস্টাব্দ)

ব্রিটেনের প্রাশিয়া/ ফ্রান্স অস্ট্রিয়া

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

পলাশীর যুদ্ধ (1757 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ সিরাজউদ্দৌলা

বিদারার যুদ্ধ (1759 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ ওলন্দাজ

বন্দিবাসের যুদ্ধ (1760 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ ফরাসি

তৃতীয় পানিপথের যুদ্ধ (1761 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ মারাঠা

বক্সারের যুদ্ধ (1764 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ মীরকাসিম

প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ(1767 – 69 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ হায়দার আলী

প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ (1775 খ্রিস্টাব্দ)

মারাঠা/ ওয়ারেন হেস্টিংস

দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (1780 -84 খ্রিষ্টাব্দ)

হায়দার আলী/ ইংরেজ

তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (1790 -92 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ টিপু সুলতান

খরদার যুদ্ধ (1795 খ্রিস্টাব্দ)

নানা ফড়নবিশ/ নিজাম

চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ (1798 -99 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ টিপু সুলতান

দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ (1803 -05 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ রঘুজি ভোঁসলে সিন্ধিয়া

একারগাড়ের যুদ্ধ (1805 খ্রিস্টাব্দ)

ব্রিটেন/ ফ্রান্স

ওয়াটারলুর যুদ্ধ (1815 খ্রিস্টাব্দ)

ইংল্যান্ড/ নেপোলিয়ন

তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ (1817 -19 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ মারাঠা

প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ (1845 -46 খ্রিস্টাব্দ)

ইংরেজ/ খালসা শিখ বাহিনী

দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধ (1848 -49)

ইংরেজ/ শিখ বাহিনী

চিলিওয়ানা যুদ্ধ (1849 খ্রিস্টাব্দ)

লর্ড হিউঘ গঘ/ শের সিং

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

রুশ-জাপান যুদ্ধ (1904 -05 খ্রিস্টাব্দ)

জাপান/ রাশিয়া

প্রথম বিশ্বযুদ্ধ (1914 -19 খ্রিস্টাব্দ)

ত্রিশক্তি মৈত্রী/ জার্মানি, ইতালি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুর্কি

দ্বিতীয় বিশ্বযুদ্ধ (1939 -45 খ্রিস্টাব্দ)

অক্ষশক্তি/ মিত্রপক্ষ

ইন্দো পাক যুদ্ধ (1965 খ্রিস্টাব্দ)

ভারত/ পাকিস্তান

ইন্দো পাক যুদ্ধ (1971 খ্রিস্টাব্দ)

ভারত/ পাকিস্তান


ইতিহাসের বিখ্যাত বিভিন্ন যুদ্ধ ও সাল গুরুত্বপূর্ণ তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ