বিভিন্ন রাজার আমলে আগত বিদেশি পর্যটক তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন বৈদেশিক পর্যটক যে রাজার সময় এসেছিলেন তালিকা পিডিএফ | Foreign Travellers Came In Indian History Bengali PDF


বিভিন্ন-রাজার-আমলে-আগত-বিদেশি-পর্যটক-তালিকা-পিডিএফ
বিভিন্ন রাজার আমলে আগত বিদেশী পর্যটক PDF


🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏

▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন বিদেশী পর্যটক যে যে রাজার সময় এসেছিলেন তালিকা পিডিএফ শেয়ার করবো।

ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য বিভিন্ন বিদেশী পর্যটক যে যে রজার সময় এসেছিলেন, সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজ তোমার সঙ্গে বিভিন্ন রাজার আমলে আগত বিদেশী পর্যটক সমূহ সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।

▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন রাজার আমলে আগত বিদেশী পর্যটক সম্পূর্ণ তালিকা


বৈদেশিক পর্যটক

রাজা

আলেকজান্ডার

ধনানন্দ

মেগাস্থিনিস

চন্দ্রগুপ্ত মৌর্য

ফা হিয়েন

দ্বিতীয় চন্দ্রগুপ্ত

হিউয়েন সাং

হর্ষবর্ধন

ইবন বতুতা

মুহাম্মদ বিন তুঘলক

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

আমির খসরু

গিয়াসউদ্দিন বলবন

উইলিয়াম হকিন্স

জাহাঙ্গীর

টমাস রো

জাহাঙ্গীর

ইতালি পর্যটক নিকোলোকন্টি

প্রথম দেবরায়

পারসিক রাষ্ট্রদূত আব্দুল রাজ্জাক

দ্বিতীয় দেবরায়

পর্তুগিজ পর্যটক পারেজ

কৃষ্ণদেব রায়

পর্তুগিজ গভর্নর আলবুকার্ক

কৃষ্ণদেব রায়

ব্রিটিশ পর্যটক রালফ ফিঞ্চ

আকবর


বিভিন্ন বিদেশী পর্যটকরা যে রাজার সময় এসেছিলেন তালিকা PDF Download করে নাও


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ