ভারতের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান তালিকা পিডিএফ ডাউনলোড | Important National Parks In India Bengali PDF
ভারতের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান তালিকা PDF |
ভারতের উল্লেখযোগ্য জাতীয় উদ্যান সম্পূর্ণ তালিকা
জাতীয় উদ্যান |
রাজ্য |
সুন্দরবন জাতীয় উদ্যান |
পশ্চিমবঙ্গ |
সিঙ্গালিলা জাতীয় উদ্যান |
পশ্চিমবঙ্গ |
বক্সা জাতীয় উদ্যান |
পশ্চিমবঙ্গ |
নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান |
পশ্চিমবঙ্গ |
গোরুমারা জাতীয় উদ্যান |
পশ্চিমবঙ্গ |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান |
সিকিম |
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান |
আসাম |
মানস জাতীয় উদ্যান |
আসাম |
নামেরি জাতীয় উদ্যান |
আসাম |
ওরাং জাতীয় উদ্যান |
আসাম |
দিব্রু সাইখোয়া জাতীয় উদ্যান |
আসাম |
বালপাক্রম জাতীয় উদ্যান |
মেঘালয় |
নকরেক জাতীয় উদ্যান |
মেঘালয় |
কইবুল লামজাও জাতীয় উদ্যান |
মনিপুর |
শিরোহি জাতীয় উদ্যান |
মনিপুর |
মুরলেন জাতীয় উদ্যান |
মিজোরাম |
ফাওনপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান |
মিজোরাম |
ইনটাকি জাতীয় উদ্যান |
নাগাল্যান্ড |
নামধাপা জাতীয় উদ্যান |
অরুণাচল প্রদেশ |
মৌলিং জাতীয় উদ্যান |
অরুণাচল প্রদেশ |
সিমলিপাল জাতীয় উদ্যান |
ওড়িশা |
নন্দনকানন জাতীয় উদ্যান |
ওড়িশা |
ভিতরকণিকা জাতীয় উদ্যান |
ওড়িশা |
বাল্মিকী জাতীয় উদ্যান |
বিহার |
হাজারীবাগ জাতীয় উদ্যান |
ঝাড়খন্ড |
চেতলা জাতীয় উদ্যান |
ঝাড়খন্ড |
কাসুকাহিমানন্দ রেড্ডি জাতীয় উদ্যান |
অন্ধ্রপ্রদেশ |
মুগাবনি জাতীয় উদ্যান |
অন্ধ্রপ্রদেশ |
মহাবীর হরিয়ানা বনস্থলী জাতীয় উদ্যান |
অন্ধ্রপ্রদেশ |
শ্রী ভেঙ্কটেশ্বরা জাতীয় উদ্যান |
উওর প্রদেশ |
গুরু ঘাসিদাস জাতীয় উদ্যান |
ছত্তিশগড় |
ক্যাঙ্গেরঘাঁটি জাতীয় উদ্যান |
ছত্তিশগড় |
কুতরিগামে জাতীয় উদ্যান |
ছত্তিশগড় |
ইন্দ্রাবতী জাতীয় উদ্যান |
ছত্তিশগড় |
কানহা ভ্যালি জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
বান্ধবগড় জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
মাধব জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
ফসিল জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
পন্না জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
সাতপুরা জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
বনবিহার জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
পেঞ্চ (প্রিয়দর্শিনী) জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
সঞ্জয় জাতীয় উদ্যান |
মধ্যপ্রদেশ |
ব্ল্যাকবাগ জাতীয় উদ্যান |
গুজরাট |
গির জাতীয় উদ্যান |
গুজরাট |
ভাসদা জাতীয় উদ্যান |
গুজরাট |
কচ্ছ উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান |
গুজরাট |
তাডোবা জাতীয় উদ্যান |
মহারাষ্ট্র |
সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান |
মহারাষ্ট্র |
গুজামাল জাতীয় উদ্যান |
মহারাষ্ট্র |
নভেগাও জাতীয় উদ্যান |
মহারাষ্ট্র |
মোলেম জাতীয় উদ্যান |
গোয়া |
আনসি জাতীয় উদ্যান |
কর্ণাটক |
বানরঘাটা জাতীয় উদ্যান |
কর্ণাটক |
কুদ্রেমুখ জাতীয় উদ্যান |
কর্ণাটক |
বন্দিপুর জাতীয় উদ্যান |
কর্ণাটক |
নাগারহোল জাতীয় উদ্যান |
কর্ণাটক |
সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান |
কেরালা |
পেরিয়ার জাতীয় উদ্যান |
কেরালা |
এর্নাকুলাম জাতীয় উদ্যান |
কেরালা |
মথিকেটান খোলা জাতীয় উদ্যান |
কেরালা |
গুইন্দী জাতীয় উদ্যান |
তামিলনাড়ু |
মান্নার উপসাগর সামুদ্রিক জাতীয় উদ্যান |
তামিলনাড়ু |
মুদুমালাই জাতীয় উদ্যান |
তামিলনাড়ু |
মুকুরথি জাতীয় উদ্যান |
তামিলনাড়ু |
ইন্দিরা গান্ধী জাতীয় উদ্যান (আন্নামালাই জাতীয় উদ্যান) |
তামিলনাড়ু |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
ডেজার্ট জাতীয় উদ্যান |
রাজস্থান (বৃহত্তম) |
রাজীব গান্ধী জাতীয় উদ্যান |
রাজস্থান |
কেওলাদেও জাতীয় উদ্যান |
রাজস্থান |
শরিস্কা জাতীয় উদ্যান |
রাজস্থান |
রনথম্বোর জাতীয় উদ্যান |
রাজস্থান |
দুদুয়া জাতীয় উদ্যান |
উত্তর প্রদেশ |
চন্দ্রপ্রভা উপসাগর জাতীয় উদ্যান |
উত্তর প্রদেশ |
সুলতানপুরা জাতীয় উদ্যান |
হরিয়ানা |
কালেমার জাতীয় উদ্যান |
হরিয়ানা |
গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান |
হিমাচল প্রদেশ |
বোহিয়া জাতীয় উদ্যান |
হিমাচল প্রদেশ |
পিন উপত্যকা জাতীয় উদ্যান |
হিমাচল প্রদেশ |
নন্দাদেবী জাতীয় উদ্যান |
উত্তরাখণ্ড |
জিম করবেট জাতীয় উদ্যান |
উত্তরাখণ্ড |
রাজাজি জাতীয় উদ্যান |
উত্তরাখণ্ড |
ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যান |
উত্তরাখণ্ড |
গোবিন্দ পশুবিহার জাতীয় উদ্যান |
উত্তরাখণ্ড |
হেমিস জাতীয় উদ্যান |
লাদাখ |
কিস্তোয়ার জাতীয় উদ্যান |
জম্মু ও কাশ্মীর |
দাচিগাম জাতীয় উদ্যান |
জম্মু ও কাশ্মীর |
সেলিম আলী জাতীয় উদ্যান |
জম্মু ও কাশ্মীর |
মহাত্মা গান্ধী সমুদ্রিক জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
মিডিল বাটন জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
সাউথ বাটন দ্বীপ জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর (ক্ষুদ্রতম) |
মাউন্ট হেরিয়েট জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
স্যাডেল পিক জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
ক্যাম্পবে জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
সালাদিয়া জাতীয় উদ্যান |
আন্দামান ও নিকোবর |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!