বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ পিডিএফ ডাউনলোড | Minerals Sources, Accumulation And Deficiency Syndrome Bengali PDF


বিভিন্ন-খনিজের-উৎস-সঞ্চয়-স্থান-ও-অভাবজনিত-লক্ষণ-পিডিএফ
বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ  PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাব জনিত লক্ষণ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

গুরুত্বপূর্ণ বিভিন্ন খনিজ গুলি কোন কোন উৎস থেকে পাওয়া যায়, দেহের কোথায় কোথায় সঞ্চিত থাকে ও এদের অভাবে কোন কোন লক্ষণ প্রকাশ পায়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে বিভিন্ন খনিজ এর উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ সম্পূর্ণ তালিকা


খনিজ

উৎস

ক্যালসিয়াম

দুধ, ডিম, মাখন, লেবু, গাজর, পেঁয়াজ, শাকসবজি, ক্ষর জল

ফসফরাস

দুধ, মাছ, মাংস, ডিম, যকৃত

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

সোডিয়াম

খাদ্য লবন দুধ, ক্ষর জল, সব রকম খাদ্য

পটাশিয়াম

সব খাদ্যে

ম্যাগনেসিয়াম

সবুজ শাকসবজি, মাংস, পাউরুটি

লোহা

মাছ, মাংস, ডিম, মসুর ডাল

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

সালফার

দুধ, মাছ, মাংস, ডিম, বাদাম, খেজুর, বাঁধাকপি

তামা

দুধ, যকৃত, রক্ত, শাকসবজি, সমুদ্রের জল

কোবাল্ট

সবুজ শাকসবজি

দস্তা

শাক সবজি, মাছ, মাংস

আয়োডিন

সামুদ্রিক লবণ, জল, শাকসবজি, সামুদ্রিক মাছ

ক্লোরিন

সাধারণ লবণ, শাকসবজি

ম্যাঙ্গানিজ

সমস্ত দেহ কলা


বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ