বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ পিডিএফ ডাউনলোড | Minerals Sources, Accumulation And Deficiency Syndrome Bengali PDF
বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
▶️আজকে তোমার সঙ্গে বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাব জনিত লক্ষণ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।
গুরুত্বপূর্ণ বিভিন্ন খনিজ গুলি কোন কোন উৎস থেকে পাওয়া যায়, দেহের কোথায় কোথায় সঞ্চিত থাকে ও এদের অভাবে কোন কোন লক্ষণ প্রকাশ পায়, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজকে বিভিন্ন খনিজ এর উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম,
এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।
▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।
বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ সম্পূর্ণ তালিকা
খনিজ |
উৎস |
ক্যালসিয়াম |
দুধ, ডিম, মাখন, লেবু, গাজর, পেঁয়াজ, শাকসবজি, ক্ষর জল |
ফসফরাস |
দুধ, মাছ, মাংস, ডিম, যকৃত |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
Sopoth.in Telegram |
সোডিয়াম |
খাদ্য লবন দুধ, ক্ষর জল, সব রকম খাদ্য |
পটাশিয়াম |
সব খাদ্যে |
ম্যাগনেসিয়াম |
সবুজ শাকসবজি, মাংস, পাউরুটি |
লোহা |
মাছ, মাংস, ডিম, মসুর ডাল |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
সালফার |
দুধ, মাছ, মাংস, ডিম, বাদাম, খেজুর, বাঁধাকপি |
তামা |
দুধ, যকৃত, রক্ত, শাকসবজি, সমুদ্রের জল |
কোবাল্ট |
সবুজ শাকসবজি |
দস্তা |
শাক সবজি, মাছ, মাংস |
আয়োডিন |
সামুদ্রিক লবণ, জল, শাকসবজি, সামুদ্রিক মাছ |
ক্লোরিন |
সাধারণ লবণ, শাকসবজি |
ম্যাঙ্গানিজ |
সমস্ত দেহ কলা |
বিভিন্ন খনিজের উৎস, সঞ্চয় স্থান ও অভাবজনিত লক্ষণ তালিকা PDF Download
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!