সমস্ত অলিম্পিকের ম্যাসকট গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

সমস্ত অলিম্পিকের ম্যাসকট তালিকা পিডিএফ ডাউনলোড | Mascots Of All Olympic games Bengali PDF


সমস্ত-অলিম্পিকের-ম্যাসকট-সমূহের-নাম-তালিকা-PDF
অলিম্পিকের ম্যাসকট সমূহের নাম PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে সমস্ত অলিম্পিকের ম্যাসকট সমূহের নাম গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

বিভিন্ন শীতকালীন ও গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের ম্যাসকট হিসাবে কাদেরকে চয়ন করা হয়েছে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে সমস্ত অলিম্পিকের ম্যাসকট সমূহ তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

সমস্ত অলিম্পিকের ম্যাসকট সম্পূর্ণ তালিকা


সাল (স্থান)

মাসকট

1968 শীতকালীন (গ্রেনোবেল)

শাস

1972 গ্রীষ্মকালীন (মিউনিখ)

ওয়াল্ডি

1976 শীতকালীন (ইন্সব্রুক)

চ্নেমান্দল্

1976 গ্রীষ্মকালীন (মন্ট্রেল)

আমিক

1980 শীতকালীন (লেক প্লাসিড)

রনি

1980 গ্রীষ্মকালীন (মস্কো)

মিশা

1984 শীতকালীন (সেরাজেভো)

ভুকো

1984 গ্রীষ্মকালীন (লস অ্যাঞ্জেলস)

শ্যাম

1988 শীতকালীন (কালগাড়ি)

হিডি হাওডি

1988 গ্রীষ্মকালীন (সিউল)

হডোরী

1992 শীতকালীন (অ্যালবার্ট ভিল্লে)

মাজিক

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1992 গ্রীষ্মকালীন (বার্সেলোনা)

কবি

1994 শীতকালীন (লিল্লেহামার)

হ্যাকন ক্রিস্টিন

1996 গ্রীষ্মকালীন (আটলান্টা)

ইজি

1998 শীতকালীন (নাগানো)

সুকি, নোকি, লেকি তসুকি

2000 গ্রীষ্মকালীন (সিডনি)

সিডি, অলি, মিলি

2002 শীতকালীন (সল্টলেক সিটি)

পাউডার, কোল কপার

2004 গ্রীষ্মকালীন (এথেন্স)

ফিভস অ্যাথেনা

2006 শীতকালীন (তুরিন)

নেভে গ্লিস

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

2008 গ্রীষ্মকালীন (চীন)

বেইবেই জিংজিং, হুয়ান হুয়ান, ইং ইং, নিনি

2010 শীতকালীন (ভ্যাঙ্কুভার)

কুয়াচি মিগা

2012 গ্রীষ্মকালীন (লন্ডন)

ওয়েনলক ম্যান্ডেভিল

2014 শীতকালীন (সোচি)

হেয়ার, পোলার বিয়ার লেপার্ড

2016 গ্রীষ্মকালীন (রিও ডি জেনিরো)

ভিনিসিয়াস

2018 শীতকালীন (প্রিয়ংচাং)

সোহোরাং

2020 গ্রীষ্মকালীন (টোকিও)

মিরাইতোয়া


সমস্ত অলিম্পিকের ম্যাসকট সমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

🎯 অন্যান্য গুরুত্বপূর্ণ PDF গুলো ডাউনলোড করে নাও👇

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ