সমস্ত অলিম্পিকের ম্যাসকট তালিকা পিডিএফ ডাউনলোড | Mascots Of All Olympic games Bengali PDF
অলিম্পিকের ম্যাসকট সমূহের নাম PDF |
🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏
সমস্ত অলিম্পিকের ম্যাসকট সম্পূর্ণ তালিকা
সাল (স্থান) |
মাসকট |
1968 শীতকালীন
(গ্রেনোবেল) |
শাস |
1972 গ্রীষ্মকালীন (মিউনিখ) |
ওয়াল্ডি |
1976 শীতকালীন
(ইন্সব্রুক) |
চ্নেমান্দল্ |
1976 গ্রীষ্মকালীন (মন্ট্রেল) |
আমিক |
1980 শীতকালীন
(লেক প্লাসিড) |
রনি |
1980 গ্রীষ্মকালীন (মস্কো) |
মিশা |
1984 শীতকালীন
(সেরাজেভো) |
ভুকো |
1984 গ্রীষ্মকালীন (লস অ্যাঞ্জেলস) |
শ্যাম |
1988 শীতকালীন
(কালগাড়ি) |
হিডি ও হাওডি |
1988 গ্রীষ্মকালীন (সিউল) |
হডোরী |
1992 শীতকালীন
(অ্যালবার্ট ভিল্লে) |
মাজিক |
টেলিগ্রামে যুক্ত হও👉 |
|
1992 গ্রীষ্মকালীন (বার্সেলোনা) |
কবি |
1994 শীতকালীন (লিল্লেহামার) |
হ্যাকন ও ক্রিস্টিন |
1996 গ্রীষ্মকালীন (আটলান্টা) |
ইজি |
1998 শীতকালীন (নাগানো) |
সুকি, নোকি, লেকি ও তসুকি |
2000 গ্রীষ্মকালীন (সিডনি) |
সিডি, অলি, মিলি |
2002 শীতকালীন (সল্টলেক সিটি) |
পাউডার, কোল ও কপার |
2004 গ্রীষ্মকালীন (এথেন্স) |
ফিভস ও অ্যাথেনা |
2006 শীতকালীন (তুরিন) |
নেভে ও গ্লিস |
ফেসবুক গ্রুপে যুক্ত হও👉 |
|
2008 গ্রীষ্মকালীন (চীন) |
বেইবেই জিংজিং, হুয়ান হুয়ান, ইং ইং, নিনি |
2010 শীতকালীন
(ভ্যাঙ্কুভার) |
কুয়াচি ও মিগা |
2012 গ্রীষ্মকালীন (লন্ডন) |
ওয়েনলক ও ম্যান্ডেভিল |
2014 শীতকালীন
(সোচি) |
হেয়ার, পোলার বিয়ার ও লেপার্ড |
2016 গ্রীষ্মকালীন (রিও ডি জেনিরো) |
ভিনিসিয়াস |
2018 শীতকালীন
(প্রিয়ংচাং) |
সোহোরাং |
2020 গ্রীষ্মকালীন (টোকিও) |
মিরাইতোয়া |
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!