শীতকালীন অলিম্পিকের বিভিন্ন আয়োজক দেশ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

শীতকালীন অলিম্পিকের বিভিন্ন আয়োজক দেশ তালিকা পিডিএফ ডাউনলোড | Winter Olympic Venues Bengali PDF


শীতকালীন-অলিম্পিকের-আয়োজক-দেশ-সমূহ-তালিকা-পিডিএফ
শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে শীতকালীন অলিম্পিক এর বিভিন্ন আয়োজক দেশ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

1924 সালে শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত শীতকালীন অলিম্পিক কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং আগামী কয়েক বছরে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে শীতকালীন অলিম্পিকের বিভিন্ন ভেন্যু তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

শীতকালীন অলিম্পিক এর বিভিন্ন আয়োজক দেশ সম্পূর্ণ তালিকা


সাল

স্থান

1924

চামোনিক্স, ফ্রান্স

1928

সেন্ট মরিতস, সুইজারল্যান্ড

1932

লেক প্লাসিড, নিউইয়র্ক

1936

গ্রামেসচ পারটেনকিচেন, জার্মানি

1948

সেন্ট মরিতস, সুইজারল্যান্ড

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1952

অসলো, নরওয়ে

1956

কর্টিনা ডি এমপিজো, ইতালি

1960

স্কুয়াও ভ্যালি, ক্যালিফোর্নিয়া

1964

ইসনবার্ক, অস্ট্রেলিয়া

1968

গ্রেনোবেল, ফ্রান্স

1972

সাপ্পোরো, জাপান

1976

ইসনবার্ক, অস্ট্রেলিয়া

1980

লেক প্লাসিড, নিউইয়র্ক

1984

সেরাজেভো, যুগোস্লাভিয়া

1988

কালগারি, অ্যালবের্তো

1992

অ্যালবার্ট ভিল্লে, ফ্রান্স

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

1993

লিল্লেহামার, নরওয়ে

1998

নাগানো, জাপান

2002

সল্টলেক সিটি, উতাহ

2006

তুরিন, ইতালি

2010

ভ্যাঙ্কুভার, কানাডা

2014

সচি, রাশিয়া

2018

পিয়ংচ্যাং, দক্ষিণ কোরিয়া

2022

বেইজিং, চীন

2026

মিলান কর্টিনা ডি এমপিজো, ইতালি


শীতকালীন অলিম্পিকের আয়োজক স্থানসমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ