গ্রীষ্মকালীন অলিম্পিকের বিভিন্ন আয়োজক দেশ গুরুত্বপূর্ণ তালিকা [PDF] | Sopoth.in

গ্রীষ্মকালীন অলিম্পিক এর বিভিন্ন ভেন্যু তালিকা পিডিএফ ডাউনলোড | Different Hosting Countries Of Summer Olympic Bengali PDF


গ্রীষ্মকালীন-অলিম্পিকের-আয়োজক-দেশ-সমূহ-তালিকা-পিডিএফ
গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক দেশ সমূহ PDF


🎯তোমাকে Sopoth.in -এ স্বাগত বন্ধু! 🙏


▶️আজকে তোমার সঙ্গে গ্রীষ্মকালীন অলিম্পিক এর বিভিন্ন আয়োজক দেশ গুরুত্বপূর্ণ তালিকা পিডিএফ শেয়ার করবো।

1896 সালে শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে এবং আগামী কয়েক বছরে কোথায় কোথায় অনুষ্ঠিত হবে, সেই সম্পর্কে প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে,

তাই আজকে গ্রীষ্মকালীন অলিম্পিকের বিভিন্ন ভেন্যু তালিকা এবং সঙ্গে এর Free PDF টি শেষে দিয়ে দিলাম, 

এই তালিকা থেকে প্রশ্ন একাধিকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষা গুলিতেও আসার সম্ভাবনা খুব বেশি।

▶️এবার প্রথমে তালিকাটি দেখে নিয়ে তারপর Free PDF টি ডাউনলোড করে নাও।

গ্রীষ্মকালীন অলিম্পিক এর বিভিন্ন আয়োজক দেশ সম্পূর্ণ তালিকা


সাল

স্থান

1896

এথেন্স, গ্রীস

1900

প্যারিস, ফ্রান্স

1904

সেন্ট লুইস, মরিসাস

1908

লন্ডন, ইংল্যান্ড

1912

স্টকহোম, সুইডেন

টেলিগ্রামে যুক্ত হও👉

Sopoth.in Telegram

1920

এন্টওয়ের্প, বেলজিয়াম

1924

প্যারিস, ফ্রান্স

1928

আমস্টারডাম, নেদারল্যান্ডস

1932

লস অ্যাঞ্জেলস, আমেরিকা

1936

বার্লিন, জার্মানি

1948

লন্ডন, ইংল্যান্ড

1952

হেলসিংকি, ফিনল্যান্ড

1956

মেলবোর্ন, অস্ট্রেলিয়া

1960

রোম, ইতালি

1964

টোকিও, জাপান

1968

মেক্সিকো সিটি, মেক্সিকো

ফেসবুক গ্রুপে যুক্ত হও👉

Sopoth.in Facebook

1972

মিউনিখ, জার্মানি

1976

মন্ট্রিল, কানাডা

1980

মস্কো, রাশিয়া

1984

লস অ্যাঞ্জেলস, আমেরিকা

1988

সিওল, দক্ষিণ কোরিয়া

1992

বার্সেলোনা, স্পেন

1996

আটলান্টা, আমেরিকা

2000

সিডনি, অস্ট্রেলিয়া

2004

এথেন্স, গ্রীস

2008

বেইজিং, চীন

2012

লন্ডন, ইংল্যান্ড

2016

রিও ডি জেনেরিও, ব্রাজিল

2020 (2021)

টোকিও, জাপান

2024

প্যারিস, ফ্রান্স


গ্রীষ্মকালীন অলিম্পিকের আয়োজক স্থানসমূহ গুরুত্বপূর্ণ তালিকা PDF Download


নীচে দেওয়া Download PDF লিংকের ওপর ক্লিক করে PDF Download করে নাও-

▶️এখানে ক্লিক করো 👉Download PDF

▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ