লোকসভার সমস্ত স্পিকার (1952-2022) ও তাদের কার্যকাল তালিকা পিডিএফ ডাউনলোড | All Speakers Of Lok Sabha (1952-2022) List PDF In Bengali
🎯তোমাকে Sopoth.in এ স্বাগত বন্ধু!🙏
▶️আজকে তোমার সঙ্গে ভারতের সমস্ত স্পিকারের তালিকা পিডিএফ শেয়ার করবো।
স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে কোন কোন ব্যক্তিরা লোকসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই সম্পর্কে প্রশ্ন প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে,
তাই আজ তোমার সঙ্গে ভারতের লোকসভার সমস্ত স্পিকার ও তাদের কার্যকাল সম্পর্কে এই তালিকা এবং এর PDF টি শেয়ার করলাম।
▶️এবার নিচে তালিকাটি দেখে নাও এবং সব শেষে পিডিএফ টি ডাউনলোড করে নাও।
লোকসভার সমস্ত স্পিকার ও তাদের কার্যকাল তালিকা
স্পিকার |
কার্যকাল |
জি ভি মাভালাংকার (প্রথম) |
1952-1956 |
এম আনন্দ সায়ানাম আয়াঙ্কার |
1956-1962 |
সরদার হুকুম সিং |
1962-1967 |
নিলাম সঞ্জীব রেড্ডি |
1967-1969 |
গুরুদায়াল সিং ধীলন |
1969-1975 |
বলিরাম ভগৎ |
1976-1977 |
নিলাম সঞ্জীব রেড্ডি |
1977 (মার্চ-জুলাই) |
কে এস হেগড়ে |
1977-1979 |
বলরাম জাখর |
1980-1989 |
রবি রায় |
1989-1991 |
শিবরাজ পাটিল |
1991-1996 |
পি এম সাংমা |
1996-1998 (মার্চ) |
জি এম সি বালাযোগী |
1998-2002 |
মনোহর যোশী |
2002-2004 |
সোমনাথ চট্টোপাধ্যায় |
4.6.2004-30.5.2009 |
মীরা কুমার |
31.5.2009-4.6.2014 |
সুমিত্রা মহজন |
6.6.2014-16.6.2019 |
ওম বিড়লা |
19.6.2019-বর্তমান |
লোকসভার সমস্ত স্পিকার ও তাদের কার্যকাল তালিকা PDF Download করে নাও
▶️PDF ডাউনলোড করতে অসুবিধে হলে, ডাউনলোড পদ্ধতি দেখেনাও এই পেজে👉 PDF Download Process
ভারতের লোকসভার স্পিকার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
- লোকসভার স্পিকার এর ওপরে লোকসভার কার্য পরিচালনায় সমস্ত ভার ন্যস্ত থাকে।
- লোকসভার স্পিকার নির্বাচিত হবার জন্যে প্রয়োজনীয় নূন্যতম বয়স 25 বছর।
- লোকসভার স্পিকার এর মাসিক বেতন 125000 টাকা।
- স্পিকারের কার্যকালের মেয়াদ লোকসভার কার্যকালের অনুরূপ, অর্থাৎ পাঁচ বছর।
- লোকসভায় ভোটাভুটির সময় স্পিকার কোন ভোট দেন না, তবে প্রস্তাব এর স্বপক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে, তিনি নির্ণয়ক ভোট প্রদান করতে পারেন।
- স্পিকার ইচ্ছা করলে ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগ পত্র প্রেরণ করতে পারেন।
- মর্যাদার মানদণ্ডে লোকসভার স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য।
- স্পিকার লোকসভা ও রাজ্যসভার যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- কোন বিল অর্থবিল কি না সে বিষয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
- স্পিকার সংসদ ও রাস্ট্রপতির মধ্যে সংযোগ রক্ষাকারীর ভূমিকা পালন করেন।
🎯 আগামী চাকরির পরীক্ষা গুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ 👇
প্রথম 👉 |
|
দ্বিতীয় 👉 |
FAQs - ভারতের লোকসভার স্পিকার ও কার্যকাল সম্পর্কিত প্রশ্ন
1. ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে 2022?
ওম বিড়লা
2. ভারতের লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন?
জিভি মাভলঙ্কর
3. লোকসভার স্পিকারের কার্যকালের মেয়াদ কত বছর?
5 বছর
4. বর্তমানে লোকসভার স্পিকারের মাসিক বেতন কত?
125000 টাকা
5. লোকসভার স্পিকার নির্বাচিত হওয়ার জন্য নূন্যতম বয়স কত?
25 বছর
0 মন্তব্যসমূহ
🔴যেকোনো প্রশ্ন, প্রয়োজন বা সমস্যা সম্পর্কে বলতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করো!
🔵তোমাদের সমস্যা সমাধানের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারবো!